কোন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
A
০° C
B
৪° C
C
৩৩° C
D
১০০° C
উত্তরের বিবরণ
পানির ধর্ম (Properties of Water)
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক।
-
০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
-
১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১ গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার³।
-
১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
-
৭৬০ মিমি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৩০ সালে
B
১৯৪৪ সালে
C
১৯৩৩ সালে
D
১৯২০ সালে
অ্যাডলফ হিটলার
-
জন্ম: ১৮৮৯ সালের এপ্রিল মাসে, অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রাম।
-
রাজনৈতিক পদ: ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
উক্তি: "যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।"
-
হিটলার ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
বৈদ্যুতিক মোটর কী রূপান্তর ঘটায়?
Created: 1 month ago
A
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
B
তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে
C
শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে
D
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
শক্তি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। প্রতিটি যন্ত্রের কাজ অনুযায়ী শক্তির রূপান্তর নির্ধারিত হয়।
-
মাইক্রোফোন → শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
-
বৈদ্যুতিক মোটর → তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
-
জেনারেটর বা ডায়নামো → যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
-
লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা → বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
-
মোবাইল ফোনের ব্যাটারি → বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
ট্রান্সফরমার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
Created: 1 month ago
A
বৈদ্যুতিক বিভব নীতি
B
নিউটনের গতি সূত্র নীতি
C
হিট ট্রান্সফার নীতি
D
তাড়িতচৌম্বক আবেশ নীতি
ট্রান্সফরমার হলো একটি তড়িৎ যন্ত্র যা পর্যাবৃত্ত তাড়িতচৌম্বক আবেশের (alternating electromagnetic induction) মাধ্যমে কাজ করে।
-
ট্রান্সফরমারে দুটি কুণ্ডলী থাকে, যেগুলো একটি আয়তাকার লোহার কোরের উপর সারিবদ্ধভাবে জড়ানো থাকে যাতে বেশি পরিমাণ চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ চলে, যার ফলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের মূল কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, তবে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
সংক্ষেপে, যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমারের দুই প্রধান ধরন:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার
উৎস:
0
Updated: 1 month ago