কোন রঙের আলোতে সবুজ পাতা কালো দেখায়?
A
সাদা
B
কালো
C
লাল
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
শোষণ (Absorption)
-
জগতের বিভিন্ন রঙ আমাদের চোখে আসা দৃশ্যমান সৌন্দর্যের একটি বড় অংশ তৈরি করে।
-
উদাহরণ: সবুজ পাতার পাশে লাল গোলাপ ফুল দেখা যায়। সাধারণ সাদা আলোতে সব রঙের তরঙ্গদৈর্ঘ্য উপস্থিত থাকে।
-
যখন সাদা আলো লাল গোলাপ ফুলে পড়ে, ফুলটি লাল ব্যতীত সব রঙ শোষণ করে। ফলে লাল রঙ প্রতিফলিত হয় এবং আমাদের চোখে ফুলটি লাল মনে হয়।
-
ঠিক একইভাবে, সবুজ পাতায় সব রঙের আলো পড়লে পাতাটি সবুজ ব্যতীত সব রঙ শোষণ করে, তাই প্রতিফলিত আলোতে সবুজ রঙ দেখা যায়।
-
যদি শুধুমাত্র লাল আলো থাকে, তাহলে গোলাপ ফুল লাল রঙ শোষণ করে না, তাই ফুলটি লাল দেখায়। কিন্তু পাতার সবুজ রঙ লাল আলো শোষণ করে, তাই পাতাটি কালো দেখায়।
-
একইভাবে সবুজ আলোতে পাতাটি সবুজ দেখায়, কিন্তু লাল গোলাপ ফুল পুরোপুরি সবুজ শোষণ করে, তাই ফুলটি কালো দেখায়।
উৎস:
0
Updated: 1 month ago
’সনোরা লাইন’ কোন দুই দেশের মধ্যে সীমারেখা?
Created: 1 month ago
A
জার্মানি ও ফ্রান্স
B
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
C
পর্তুগাল ও স্পেন
D
লেবানন ও ইসরায়েল
সনোরা লাইন
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যেকার একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা। এটি মেক্সিকোর সনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া-র মধ্যে অবস্থিত।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত রেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস:
0
Updated: 1 month ago
অ্যামিবা (Amoeba proteus) কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 4 weeks ago
A
স্তরবিহীন
B
একস্তরী
C
দ্বিস্তরী
D
ত্রিস্তরী
ভ্রূণীয় স্তর অনুযায়ী প্রাণিজগতকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, যা প্রাণীর ভ্রূণীয় কোষের স্তরের উপর ভিত্তি করে নির্ধারিত।
ক) একস্তরী প্রাণী:
-
সরল ধরনের প্রাণী, যার দেহের কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত।
-
উদাহরণ: স্কাইফা (Scypha gilatinosum)।
খ) দ্বিস্তরী প্রাণী:
-
ভ্রূণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm) ও অন্তঃস্তর (Endoderm) নামে দুটি স্তরে সাজানো থাকে।
-
উদাহরণ: অরেলিয়া (Aurelia aurita)।
গ) ত্রিস্তরী প্রাণী:
-
ভ্রূণের কোষগুলো বহিঃস্তর, মধ্যস্তর (Mesoderm) এবং অন্তঃস্তর নামে তিনটি স্তরে সাজানো থাকে।
-
উদাহরণ: মানুষ (Homo sapiens)।
ঘ) স্তরবিহীন প্রাণী:
-
দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত।
-
উদাহরণ: অ্যামিবা (Amoeba proteus)।
0
Updated: 4 weeks ago
মৌলিক রাশির একক কোনটি?
Created: 1 month ago
A
কেলভিন
B
কিলোগ্রাম
C
ক্যান্ডেলা
D
সবগুলোই
মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। বরং অন্যান্য সকল রাশি এদের উপর নির্ভরশীল।
-
মৌলিক রাশি মোট সাতটি।
-
এগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
মৌলিক একক হলো মৌলিক রাশিগুলোর একক। এগুলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) নির্ধারিত।
-
দৈর্ঘ্যের একক → মিটার (m)
-
ভরের একক → কিলোগ্রাম (kg)
-
সময়ের একক → সেকেন্ড (s)
-
তাপমাত্রার একক → কেলভিন (K)
-
তড়িৎ প্রবাহের একক → অ্যাম্পিয়ার (A)
-
দীপন তীব্রতার একক → ক্যান্ডেলা (cd)
-
পদার্থের পরিমাণের একক → মোল (mol)
উৎস:
0
Updated: 1 month ago