আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
A
অসীম
B
শূন্য
C
অতি ক্ষুদ্র
D
অনেক বড়
উত্তরের বিবরণ
একটি আদর্শ ভোল্টেজ উৎস এমন একটি তাত্ত্বিক ধারণা যেখানে উৎসের টার্মিনালের ভোল্টেজ সবসময় স্থির থাকে এবং লোড পরিবর্তনের কারণে তা কোনোভাবেই কমে বা বাড়ে না।
এটি কেবল তখনই সম্ভব যখন উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য ধরা হয়। অভ্যন্তরীণ রোধ থাকলে কারেন্ট প্রবাহের সময় ভোল্টেজ পতন ঘটত, যা আদর্শ ভোল্টেজ উৎসের মৌলিক বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক।
তথ্যগুলো সংক্ষেপে:
-
আদর্শ ভোল্টেজ উৎস: টার্মিনালের ভোল্টেজ লোডের পরিবর্তনের পরও অপরিবর্তিত থাকে।
-
অভ্যন্তরীণ রোধ শূন্য: r = 0 ধরা হয়, যাতে কোনো ভোল্টেজ ড্রপ না ঘটে।
-
যদি অভ্যন্তরীণ রোধ থাকত, তবে V = IR সূত্র অনুযায়ী ভোল্টেজ পতন ঘটত এবং টার্মিনাল ভোল্টেজ উৎস ভোল্টেজের সমান থাকত না।
-
আদর্শ ক্ষেত্রে Vterminal = Vsource, অর্থাৎ টার্মিনালের ভোল্টেজ সর্বদা উৎসের ভোল্টেজের সমান থাকে।
সুতরাং, একটি আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ সর্বদা শূন্য ধরা হয়।

0
Updated: 3 hours ago
প্রবল জোয়ারের কারণ, যখন-
Created: 1 month ago
A
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
B
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
C
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
D
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
জোয়ার-ভাটা ও তার কারণ
-
সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠা ও নামার ঘটনাকে জোয়ার-ভাটা বলা হয়। পানি ফুলে ওঠাকে জোয়ার এবং নামাকে ভাটা বলা হয়।
-
এই ঘটনার মূল কারণ হলো চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিগ শক্তি।
-
জোয়ার-ভাটা মূলত দুই কারণে ঘটে:
১. মহাকর্ষণ শক্তির প্রভাব
২. কেন্দ্রাতিগ শক্তির প্রভাব -
যখন চন্দ্র, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় থাকে, তখন তাদের আকর্ষণের মিলিত প্রভাবের কারণে জোয়ার খুবই প্রবল হয়।
-
বিশেষ করে অমাবস্যার সময়, চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করে। এই অবস্থায় সূর্যের আকর্ষণ, যদিও চন্দ্রের চেয়ে কম, চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে জোয়ারকে আরও শক্তিশালী করে।
উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
আফ্রিকার জোহানেসবার্গে
B
ব্রাজিলের রিওডিজেনিরোতে
C
ইতালির রোমে
D
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
-
প্রথম ধরিত্রী সম্মেলন (১৯৯২):
৩ থেকে ১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষার লক্ষ্যে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। -
বিশেষ ধরিত্রী সম্মেলন বা রিও + ৫ (১৯৯৭):
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল ধরিত্রী সম্মেলনের ৫ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ৫’ নামে পরিচিত। -
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ১০ (২০০২):
২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ১০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ১০’ নামে পরিচিত। -
তৃতীয় ধরিত্রী সম্মেলন বা রিও + ২০ (২০১২):
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা মূল সম্মেলনের ২০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় ‘রিও + ২০’ নামে পরিচিত।
উৎস: Britannica & United Nations

0
Updated: 2 weeks ago
কোনটি জৈব অম্ল?
Created: 1 month ago
A
নাইট্রিক এসিড
B
হাইড্রোক্লোরিক এসিড
C
এসিটিক এসিড
D
সালফিউরিক এসিড
দুর্বল এসিড
-
সাধারণভাবে বেশিরভাগ জৈব এসিড দুর্বল প্রকৃতির হয়।
-
এগুলো নানা রকম ফল, সবজি ও খাদ্যদ্রব্যে স্বাভাবিকভাবে পাওয়া যায়।
-
তাই এগুলো সাধারণত খাওয়ার উপযোগী ও নিরাপদ।
-
উদাহরণ: ইথানয়িক এসিড (ভিনেগারে), টারটারিক এসিড (আঙুরে), এসিটিক এসিড, সাইট্রিক এসিড (লেবুতে), এসকরবিক এসিড (ভিটামিন–সি), ম্যালিক এসিড (আপেলে) ইত্যাদি।
শক্তিশালী এসিড
-
সাধারণত বেশিরভাগ অজৈব এসিড শক্তিশালী হয়ে থাকে।
-
এগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর ও বিষাক্ত।
-
তাই এসব এসিড খাওয়া যায় না।
-
উদাহরণ: হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড ইত্যাদি।
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago