মকরক্রান্তি রেখা কোনটি?
A
২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ
B
২৩°৩০′ উত্তর অক্ষাংশ
C
২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ
D
২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ
উত্তরের বিবরণ
পৃথিবীর অক্ষ ও সূর্যের অবস্থানের কারণে কিছু নির্দিষ্ট অক্ষরেখা সূর্যের কিরণকে সরাসরি প্রভাবিত করে।
-
দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা বা ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।
-
উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়।
-
পৃথিবীর আহ্নিক গতি এবং নিজ অক্ষে ২৩.৫° কোণে হেলে থাকা অবস্থার কারণে সূর্যের কিরণ এই দুই অক্ষরেখার উপর লম্বভাবে পড়ে।

0
Updated: 3 hours ago
HCl (aq) + NaOH (aq) → NaCl (aq) + H2O (l) কোন ধরণের বিক্রিয়া?
Created: 1 week ago
A
বিয়োজন বিক্রিয়া
B
দহন বিক্রিয়া
C
পানি যোজন বিক্রিয়া
D
প্রশমন বিক্রিয়া
রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
1️⃣ প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction)
-
সংজ্ঞা: এসিড এবং ক্ষার দ্রবণ মিশলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে লবণ ও পানি উৎপন্ন হয়।
-
প্রক্রিয়া:
-
এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) প্রদান করে।
-
ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH⁻) প্রদান করে।
-
H⁺ এবং OH⁻ যুক্ত হয়ে পানি (H₂O) তৈরি করে।
-
-
উদাহরণ:
2️⃣ পানি যোজন বিক্রিয়া (Hydration Reaction)
-
সংজ্ঞা: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির অণু সংযুক্ত হওয়া।
-
পানি কেলাস: কেলাসে যুক্ত থাকা পানি।
3️⃣ বিয়োজন বিক্রিয়া (Decomposition Reaction)
-
সংজ্ঞা: সংযোজন বিক্রিয়ার বিপরীত।
-
প্রক্রিয়া: যৌগের অণু ভেঙ্গে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়।
-
উদাহরণ:
4️⃣ দহন বিক্রিয়া (Combustion Reaction)
-
সংজ্ঞা: কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের সঙ্গে জ্বালিয়ে, তা অক্সাইডে রূপান্তরিত করা।
-
উদাহরণ:
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্রে
C
ফ্রান্সে
D
জার্মানিতে
গ্রীনিচ মানমন্দির
-
গ্রীনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
-
পৃথিবীর মূল মধ্যরেখা (Prime Meridian বা ০° দ্রাঘিমারেখা) এই মানমন্দিরের উপর দিয়ে গেছে।
-
১৮৮৪ সালের ১ নভেম্বর থেকে গ্রিনিচ মান সময় (GMT) বিশ্বে মান সময় হিসেবে স্বীকৃতি পায়।
-
পরে ১৯৭২ সালে আন্তর্জাতিক মান সময় হিসেবে UTC (Coordinated Universal Time) ব্যবহার শুরু হয়।
-
এখনো গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ও গ্রীনিচ সময়ের পার্থক্য
-
যুক্তরাজ্যের গ্রীনিচ সময়ের চেয়ে বাংলাদেশের সময় সবসময় ৬ ঘণ্টা এগিয়ে।
-
কারণ পৃথিবীতে প্রতি ১° দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় ৪ মিনিট।
-
বাংলাদেশ গ্রীনিচের পূর্ব দিকে ৯০° দ্রাঘিমায় অবস্থান করায় সময়ের পার্থক্য = ৯০ × ৪ = ৩৬০ মিনিট = ৬ ঘণ্টা।
উৎসঃ ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
Created: 1 month ago
A
এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে।
B
চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
C
এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়।
D
ইনসুলিনের অভাবে এ রোগ হয়।
ডায়াবেটিস (বহুমূত্র রোগ)
ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, যা সাধারণত ইনসুলিন হরমোনের অভাবে হয়। ইনসুলিন অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে নিঃসৃত হয়। এই হরমোনের কাজ হলো রক্তে গ্লুকোজের (চিনির) পরিমাণ নিয়ন্ত্রণ করা।
যদি শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন না তৈরি করে, অথবা তৈরি হওয়া ইনসুলিন ঠিকভাবে কাজ না করে, তাহলে রক্তে গ্লুকোজ জমে যায়। এর ফলে ডায়াবেটিস হয়।
চিনি খাওয়া সরাসরি ডায়াবেটিসের কারণ নয়, তবে ডায়াবেটিস হলে চিনি জাতীয় খাবার খাওয়া নিয়ন্ত্রণে রাখতে হয়।
ডায়াবেটিসের কারণে হৃদপিণ্ড, কিডনি, চোখসহ শরীরের নানা অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। এই রোগে ইনসুলিন ইনজেকশন বা ওষুধ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago