কোন জোড়াটি বেমানান?
A
যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
B
হোমিওপ্যাথি: হ্যানিম্যান
C
ব্যাকটেরিয়া : রবার্ট হুক
D
এনাটমি : ভেসলিয়াস
উত্তরের বিবরণ
ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ সালে তাঁর আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। তিনি এই ক্ষুদ্র জীবকে Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী হিসেবে নামকরণ করেন।
এ কারণে তাকে ব্যাকটেরিওলজির জনক (Father of Bacteriology) বলা হয়। পরবর্তীতে, জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ সালে এ ধরনের জীবকে ব্যাকটেরিয়া নাম দেন।
-
যক্ষ্মা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণুর কারণে হাঁচি ও কাশির মাধ্যমে সংক্রমিত হয়। ১৮৮২ সালের ২৪ মার্চ ড. রবার্ট কচ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন।
-
ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক এবং তিনি হোমিওপ্যাথি চিকিৎসার জনক হিসেবে পরিচিত।
-
আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট ও চিকিৎসক, যাকে আধুনিক শারীরবিদ্যার জনক হিসেবে ধরা হয় এবং তার কাজ আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করে।
0
Updated: 1 month ago
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Created: 3 months ago
A
১৫ ইঞ্চি (প্রায়)
B
১৭ ইঞ্চি (প্রায়)
C
১৮ ইঞ্চি (প্রায়)
D
২০ ইঞ্চি (প্রায়)
- সুষুম্না কান্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ।
- Spinal Cord বা স্নায়ু রজ্জু মস্তিষ্ক থেকে মেরুদন্ডের ভেতরে অবস্থিত।
- Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা।
- এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal Nerve) উৎপন্ন হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 3 months ago
প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
Created: 2 months ago
A
৪০ - ৫০ ভাগ
B
৬০ - ৭০ ভাগ
C
৮০ - ৯০ ভাগ
D
৩০ - ২৫ ভাগ
প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাস হলো শক্তির একটি পরিচিত উৎস। এটি মূলত ভূগর্ভ থেকে আহরণ করা হয় এবং তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজেও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে প্রাকৃতিক গ্যাস গঠিত হয়। এটি সাধারণত পেট্রোলিয়াম কূপের কাছাকাছি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane)। তাই এটি জীবাশ্ম শক্তির একটি উদাহরণ।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানসমূহ:
-
মিথেন (CH₄): ৮০–৯০% (বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে ৯৫–৯৯%)
-
ইথেন (C₂H₆): প্রায় ১৩%
-
প্রোপেন (C₃H₈): প্রায় ৩%
-
এছাড়া বিউটেন, ইথিলিন এবং নাইট্রোজেনও কিছু পরিমাণে থাকে।
প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি ও পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্রে
C
ফ্রান্সে
D
জার্মানিতে
গ্রীনিচ মানমন্দির
-
গ্রীনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
-
পৃথিবীর মূল মধ্যরেখা (Prime Meridian বা ০° দ্রাঘিমারেখা) এই মানমন্দিরের উপর দিয়ে গেছে।
-
১৮৮৪ সালের ১ নভেম্বর থেকে গ্রিনিচ মান সময় (GMT) বিশ্বে মান সময় হিসেবে স্বীকৃতি পায়।
-
পরে ১৯৭২ সালে আন্তর্জাতিক মান সময় হিসেবে UTC (Coordinated Universal Time) ব্যবহার শুরু হয়।
-
এখনো গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ও গ্রীনিচ সময়ের পার্থক্য
-
যুক্তরাজ্যের গ্রীনিচ সময়ের চেয়ে বাংলাদেশের সময় সবসময় ৬ ঘণ্টা এগিয়ে।
-
কারণ পৃথিবীতে প্রতি ১° দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় ৪ মিনিট।
-
বাংলাদেশ গ্রীনিচের পূর্ব দিকে ৯০° দ্রাঘিমায় অবস্থান করায় সময়ের পার্থক্য = ৯০ × ৪ = ৩৬০ মিনিট = ৬ ঘণ্টা।
উৎসঃ ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি)
0
Updated: 2 months ago