কোন জোড়াটি বেমানান?
A
যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
B
হোমিওপ্যাথি: হ্যানিম্যান
C
ব্যাকটেরিয়া : রবার্ট হুক
D
এনাটমি : ভেসলিয়াস
উত্তরের বিবরণ
ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ সালে তাঁর আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। তিনি এই ক্ষুদ্র জীবকে Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী হিসেবে নামকরণ করেন।
এ কারণে তাকে ব্যাকটেরিওলজির জনক (Father of Bacteriology) বলা হয়। পরবর্তীতে, জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ সালে এ ধরনের জীবকে ব্যাকটেরিয়া নাম দেন।
-
যক্ষ্মা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণুর কারণে হাঁচি ও কাশির মাধ্যমে সংক্রমিত হয়। ১৮৮২ সালের ২৪ মার্চ ড. রবার্ট কচ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন।
-
ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক এবং তিনি হোমিওপ্যাথি চিকিৎসার জনক হিসেবে পরিচিত।
-
আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট ও চিকিৎসক, যাকে আধুনিক শারীরবিদ্যার জনক হিসেবে ধরা হয় এবং তার কাজ আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন করে।

0
Updated: 3 hours ago
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
Created: 3 weeks ago
A
ট্রান্সফরমার
B
ডায়নামো
C
বৈদ্যুতিক মটর
D
হুইল
ডায়নামো (Generator)
ডায়নামো এমন একটি যন্ত্র, যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। এটির কাজের ভিত্তি হলো তাড়িত-চৌম্বক আবেশ (Electromagnetic Induction)।
বৈদ্যুতিক মোটর (Electric Motor)
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে তাকে বৈদ্যুতিক মোটর বলা হয়।
ট্রান্সফর্মার (Transformer)
ট্রান্সফর্মার এমন একটি যন্ত্র, যার মাধ্যমে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা যায়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 3 weeks ago
জারণ বিক্রিয়ায় ঘটে-
Created: 1 month ago
A
ইলেক্ট্রন বর্জন
B
ইলেক্ট্রন গ্রহণ
C
ইলেক্ট্রন আদান-প্রদান
D
তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
রেডক্স বিক্রিয়া
-
জারণ-বিজারণ এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে ইলেকট্রন এক পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত হয়।
-
এই ধরনের বিক্রিয়াকে রেডক্স (Redox) বিক্রিয়া বলা হয়।
-
"Redox" শব্দটি এসেছে দুটি শব্দ থেকে—Reduction (বিজারণ) এর “Red” এবং Oxidation (জারণ) এর “Ox” অংশ মিলিয়ে। অর্থাৎ, রেডক্স মানে হলো জারণ-বিজারণ বিক্রিয়া।
-
বিজারণ প্রক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর জারণ প্রক্রিয়ায় পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে।
-
এ ধরনের বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যা পরিবর্তিত হয়।
-
সব জারণ-বিজারণ বিক্রিয়া মূলত ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমেই সংঘটিত হয়।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারণ করে?
Created: 2 weeks ago
A
২.০৫%
B
০.৬৮%
C
০.০১%
D
০.০০১%
বারিমণ্ডলের জলের পরিমাণের ভাগ
পৃথিবীতে থাকা মোট জলের মধ্যে বিভিন্ন অংশের ভাগ নিম্নরূপ:
-
সমুদ্রের জল: ৯৭.২৫%
-
হিমবাহের জল (গ্লেসিয়ার): ২.০৫%
-
ভূগর্ভস্থ পানি: ০.৬৮%
-
হৃদ বা হ্রদের জল: ০.০১%
-
মাটির আর্দ্রতা: ০.০০৫%
-
বায়ুমণ্ডলের জল (বাষ্প): ০.০০১%
-
নদীজল: ০.০০০১%
-
জীবমণ্ডলের জল (উদাহরণ: উদ্ভিদ ও প্রাণীর দেহের জল): ০.০০০০৪%
পৃথিবীর জলের প্রায় ৯৭% সমুদ্র ও মহাসাগরে রয়েছে। এই পানি লবণাক্ত হওয়ায় সরাসরি মানবদেহের জন্য পানীয় উপযুক্ত নয়।
হিমবাহ বা বরফ আকারে থাকা পানি প্রায় ২%, যা মধুর পানি হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হতে পারে।
ভূগর্ভস্থ পানি প্রায় ০.৬৮%, যা প্রধানত কূপ, ঝরনা ও নলকূপের মাধ্যমে মানুষের কাজে আসে।
অন্য ছোট ছোট উৎস যেমন নদী, হ্রদ, মাটির আর্দ্রতা ও বায়ুমণ্ডলীয় জল প্রায় নগণ্য, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago