'কেপলার-৪৫২বি' কী?
A
একটি মহাকাশযান
B
পৃথিবীর মতো একটি গ্রহ
C
সূর্যের মতো একটি নক্ষত্র
D
NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
উত্তরের বিবরণ
'কেপলার ৪৫২ বি' হলো পৃথিবীর মতো একটি গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অবস্থান করছে এবং এটি একটি সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এই গ্রহের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
-
নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় ৪% বড় এবং ১০% বেশি উজ্জ্বল।
-
নক্ষত্রটির বয়স প্রায় ১৫০ কোটি বছর।
-
গ্রহটি পাথুরে প্রাকৃতিক গঠনযুক্ত, অর্থাৎ এটি একটি রক গ্রহ।
-
এটি নাসার বিজ্ঞানীরা ২০১৫ সালে আবিষ্কার করেছিলেন।
0
Updated: 1 month ago
ফুসফুস আবৃত থাকে কোন পর্দা দ্বারা?
Created: 1 month ago
A
ডায়াফ্রাম
B
প্লুরা
C
পেরিকার্ডিয়াম
D
আলভিওলাস
ফুসফুস (Lung):
- ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ।
- বক্ষগহ্বরের ভিতর হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত।
- এটি স্পঞ্জের মতো নরম, কোমল ও হালকা লালচে রঙের।
- ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত।
- ফুসফুস দুই ভাঁজবিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত।
- দুই ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়। ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ হয় না।
- ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালি ও রক্তনালি থাকে।
- বায়ুথলিগুলোকে বলে অ্যালভিওলাস (Alveolus)।
- বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুক্লোম শাখাপ্রান্তে মৌচাকের মতো অবস্থিত।
- নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে।
- বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৈশিকনালিকা দিয়ে পরিবেষ্টিত।
- বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনা-আপনি সংকুচিত হয়।
- বায়ুথলি ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদানপ্রদান ঘটে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল-
Created: 2 months ago
A
এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
B
চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
C
এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
D
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
[অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই। ডায়াবেটিস হলে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।]
ডায়বেটিস:
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
উল্লেখ্য যে,
- চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয় এ তথ্যটি সত্য নয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
Created: 1 month ago
A
চারটি
B
পাঁচটি
C
তিনটি
D
দুইটি
মানুষের রক্তকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়, যথা O, A, B এবং AB। রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় লোহিত রক্ত কণিকার (RBC) প্লাজমা মেমব্রেনে থাকা অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে।
মানুষের রক্তে প্রধানত A এবং B ধরণের অ্যান্টিজেন থাকতে পারে, যা রক্তের শ্রেণীবিন্যাস নির্ধারণে গুরুত্বপূর্ণ।
-
O রক্তের গ্রুপ
-
O গ্রুপের RBC-এর ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নেই।
-
O রক্তের গ্রুপের ব্যক্তি সাধারণত সর্বজনীন রক্ত দাতা হিসেবে পরিচিত।
-
তারা শুধুমাত্র O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
-
AB রক্তের গ্রুপ
-
AB গ্রুপের RBC-তে A এবং B দুটি অ্যান্টিজেনই থাকে।
-
AB রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, কারণ তারা সব রক্তের গ্রুপ গ্রহণ করতে পারে।
-
শুধুমাত্র AB গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারে।
-
-
A রক্তের গ্রুপ
-
A গ্রুপের RBC-তে A অ্যান্টিজেন থাকে।
-
A গ্রুপের ব্যক্তি শুধুমাত্র A এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
তারা রক্ত দিতে পারে A এবং AB রক্তের গ্রুপের ব্যক্তিদের।
-
-
B রক্তের গ্রুপ
-
B গ্রুপের RBC-তে B অ্যান্টিজেন থাকে।
-
B গ্রুপের ব্যক্তি শুধুমাত্র B এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
তারা রক্ত দিতে পারে B এবং AB রক্তের গ্রুপের ব্যক্তিদের।
-
0
Updated: 1 month ago