শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
A
বছরে একবার
B
বছরে দুইবার
C
বছরে তিনবার
D
এর কোনটিই নয়
উত্তরের বিবরণ
শিশু এবং কিশোর-কিশোরীদের টিকা ও পুষ্টি সম্পর্কিত তথ্যগুলো নিচেরভাবে整理 করা যায়। শিশুদের সঠিক বয়স অনুযায়ী টিকা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন জরুরি।
-
শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলে পেন্টাভ্যালেন্ট টিকা (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) এবং ওপিভি টিকার প্রথম ডোজ প্রদান করতে হবে। জন্মের প্রথম বছরের মধ্যে সব টিকা নিশ্চিত করতে কমপক্ষে ৪ বার শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।
-
শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লে হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে।
-
১৫ বছর বয়সে সকল মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক (টি.টি.) টিকা দেওয়া শুরু করতে হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মোট ৫ ডোজ টিকা সম্পন্ন করতে হবে।
-
১-৫ বছর বয়সী শিশুকে প্রতি ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।
-
অর্থাৎ বছরে দুইবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া নিশ্চিত করতে হবে।
0
Updated: 1 month ago
কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
Created: 1 week ago
A
ম্যাগনেসিয়াম
B
ক্যালসিয়াম
C
সোডিয়াম
D
পটাসিয়াম
পটাসিয়াম এবং সোডিয়াম উভয়ই এমন ধাতু, যা খুব হালকা এবং পানি থেকে কম ভারী।
-
এই ধাতুগুলো গ্রুপ ১-এ থাকে এবং খুব ক্ষার ধাতু।
-
তাদের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় এগুলো পানির উপরে ভাসে।
-
পটাসিয়ামের ঘনত্ব সোডিয়ামের থেকে কম, তাই পটাসিয়াম সোডিয়ামের চেয়ে আরও হালকা।
ধাতুগুলোর ঘনত্ব (প্রতি সেন্টিমিটার ঘনফুটে):
-
সোডিয়াম: ০.৯৭
-
পটাসিয়াম: ০.৮৬
-
ম্যাগনেসিয়াম: ১.৭৪
-
ক্যালসিয়াম: ১.৫৪
-
পানি: ১.০
অর্থাৎ, পটাসিয়াম এবং সোডিয়াম পানির চেয়ে হালকা, এবং পটাসিয়াম সবচেয়ে হালকা ধাতু।
0
Updated: 1 week ago
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Created: 2 months ago
A
৪ টি
B
৬ টি
C
৫ টি
D
৮ টি
সুষম খাদ্য:
- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান ৬টি।
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত = ৪ : ১ : ১ ।
• সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা,
২. আমিষ,
৩. ভিটামিন,
৪. খনিজ লবণ,
৫. চর্বি এবং
৬. পানি।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Created: 3 months ago
A
আলট্রা-ভায়োলেট রশ্মি
B
বিটা রশ্মি
C
আলফা রশ্মি
D
গামা রশ্মি
জীবজগতের জন্য গামা রশ্মি সবচেয়ে বেশি ক্ষতিকর।
-
গামা রশ্মির ভেদ করার ক্ষমতা আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।
-
এটি সীসা প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত পার করতে পারে।
-
সূর্যের আলট্রাভায়োলেট (অতিবেগুনি) রশ্মি তেজস্ক্রিয় রশ্মির তুলনায় কম ক্ষতিকর।
-
গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি।
-
পারমাণবিক বিস্ফোরণের সময় গামা রশ্মি মুক্ত হয়।
-
বিটা ও আলফা রশ্মি গামার তুলনায় কম ক্ষতি করে।
উৎস: নাসা ওয়েবসাইট।
0
Updated: 3 months ago