শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
A
বছরে একবার
B
বছরে দুইবার
C
বছরে তিনবার
D
এর কোনটিই নয়
উত্তরের বিবরণ
শিশু এবং কিশোর-কিশোরীদের টিকা ও পুষ্টি সম্পর্কিত তথ্যগুলো নিচেরভাবে整理 করা যায়। শিশুদের সঠিক বয়স অনুযায়ী টিকা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার জন্য নিয়মিত স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন জরুরি।
-
শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলে পেন্টাভ্যালেন্ট টিকা (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) এবং ওপিভি টিকার প্রথম ডোজ প্রদান করতে হবে। জন্মের প্রথম বছরের মধ্যে সব টিকা নিশ্চিত করতে কমপক্ষে ৪ বার শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।
-
শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লে হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে।
-
১৫ বছর বয়সে সকল মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক (টি.টি.) টিকা দেওয়া শুরু করতে হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মোট ৫ ডোজ টিকা সম্পন্ন করতে হবে।
-
১-৫ বছর বয়সী শিশুকে প্রতি ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।
-
অর্থাৎ বছরে দুইবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া নিশ্চিত করতে হবে।

0
Updated: 3 hours ago
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Created: 1 month ago
A
উষ্ণতা থেকে রক্ষার জন্য
B
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
C
আলো থেকে রক্ষার জন্য
D
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
গ্রিন হাউজ
-
শীতের সময় বেশি ঠান্ডা থেকে গাছকে বাঁচাতে কাঁচ দিয়ে তৈরি এক ধরনের ঘর বানানো হয়।
-
এই কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউজ।
-
এতে সূর্যের আলো ভেতরে ঢুকে ঘরের ভিতরটা গরম রাখে, যা গাছের জন্য উপকারি।
-
তাই ঠান্ডা জায়গায় গাছ বাঁচিয়ে রাখতে গ্রিন হাউজে গাছ লাগানো হয়।

0
Updated: 1 month ago
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
Created: 4 weeks ago
A
অ্যামিটার
B
ভোল্টামিটার
C
অণুবীক্ষণ যন্ত্র
D
তড়িৎবীক্ষণ যন্ত্র
আধানের অস্তিত্ব সনাক্তকরণ (Detection of Charge)
কোনো বস্তুর মধ্যে আধান বা চার্জ আছে কিনা তা নির্ণয় করতে তড়িৎবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এর পদ্ধতি হলো:
-
বস্তুর সাথে যন্ত্রের সোনার পাত যুক্ত ধাতব গোলক স্পর্শ করানো হয়।
-
যদি স্পর্শ করার পর সোনার দুটি পাতা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে বোঝা যায় বস্তুর মধ্যে আধান আছে।
-
যদি পাত দুটি না ছড়িয়ে যায়, তবে বোঝা যায় বস্তুর মধ্যে আধান নেই।
উল্লেখযোগ্য বিষয়: তড়িৎবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কেবল আধানের অস্তিত্বই নয়, আধানের ধরণও নির্ণয় করা সম্ভব।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 4 weeks ago
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
স্থায়ী চুম্বক
B
অস্থায়ী চুম্বক
C
সংকর চুম্বক
D
প্রাকৃতিক চুম্বক
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত চুম্বক হলো:
➡️ অস্থায়ী চুম্বক (Temporary Magnet)
কারণ:
-
এসব ফিতায় এমন বস্তু ব্যবহার করা হয় যা সহজে চুম্বকিত হয় এবং আবার সহজেই চুম্বকত্ব হারিয়ে ফেলে।
-
তথ্য সংরক্ষণের জন্য এগুলোকে বারবার চুম্বকিত ও বিচুম্বকিত করা যায় – যা অস্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য।
✅ সঠিক উত্তর: অস্থায়ী চুম্বক

0
Updated: 1 month ago