ফলিক এসিডের অন্য নাম কোনটি?
A
ভিটামিন বি ১২
B
ভিটামিন বি ৬
C
ভিটামিন বি ১
D
ভিটামিন বি ৯
উত্তরের বিবরণ
ফলিক এসিড হল ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, যা ভিটামিন বি ৯ নামেও পরিচিত। এটি শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। ফলিক এসিডের মূল কাজগুলো হলো:
-
রক্তকণিকা তৈরিতে অংশগ্রহণ করা।
-
ডিএনএ (DNA) গঠনে সহায়তা করা, যা বংশগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
কোষের গঠন ও বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
ফলিক এসিডের ভালো উৎসগুলোর মধ্যে রয়েছে কলিজা, মাছ, মাংস, বাদাম এবং সবুজ শাক-সবজি।
প্রাকৃতিকভাবে ফলিক এসিড বা ফোলেট ভিটামিন বি ৯-এর জল-দ্রবণীয় রূপ। এটি অনেক ধরনের খাবারে স্বাভাবিকভাবে উপস্থিত থাকে এবং অতিরিক্ত হিসেবে খাবারে যোগ বা সাপ্লিমেন্ট হিসেবে বিক্রি করা হয়।
ফোলিক এসিডের সাপ্লিমেন্ট রূপ খাদ্য থেকে প্রাপ্ত ফোলেটের তুলনায় বেশি শোষিত হয়—প্রায় ৮৫% বনাম ৫০%।
ফোলেট ডিএনএ এবং আরএনএ (RNA) গঠনে সাহায্য করে এবং প্রোটিন বিপাকেও অংশগ্রহণ করে।

0
Updated: 3 hours ago
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
Created: 1 week ago
A
মাইকোমিটার
B
হাইগ্রোমিটার
C
ব্যারোমিটার
D
গ্রাভিমিটার
বায়ুর আর্দ্রতা
বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলা হয়। যদি বায়ুতে জলীয়বাষ্প না থাকে, তবে পানিচক্র সম্পূর্ণভাবে ঘটতে পারত না। সাধারণভাবে বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ খুব কম, প্রায় ১% এর কম। কিন্তু আর্দ্র বায়ুতে এটি প্রায় ২–৫% পর্যন্ত বেড়ে যায়।
বায়ুর আর্দ্রতা পরিমাপ:
বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার দ্বারা মাপা হয়।
আর্দ্রতার প্রধান দুই প্রকার:
-
পরম আর্দ্রতা: নির্দিষ্ট আয়তনের বায়ুতে থাকা জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণ।
-
আপেক্ষিক আর্দ্রতা: নির্দিষ্ট আয়তনের বায়ুতে থাকা প্রকৃত জলীয়বাষ্পের পরিমাণ ও সেই আয়তনের বায়ুকে একই তাপমাত্রায় সম্পূর্ণ পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প লাগবে, তার অনুপাত।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
Created: 2 weeks ago
A
ফিশন
B
মেসন
C
ফিউশন
D
ফিউশন ও মেসন
নিউক্লিয়াস থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়া
পরমাণুর নিউক্লিয়াস থেকে শক্তি উৎপন্ন করার দুটি প্রধান পদ্ধতি রয়েছে:
নিউক্লিয়ার ফিশন (নিউক্লিয়াস বিভাজন):
যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণার আঘাতের ফলে দুই বা তার বেশি সমান অংশে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়।
নিউক্লিয়ার ফিউশন (নিউক্লিয়াস সংযোজন):
যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এতে প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
আকাশে বিদ্যুৎ চমকায় -
Created: 1 month ago
A
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
B
দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
C
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
D
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
যখন আকাশে মেঘের মধ্যে প্রচুর পানি ও বরফ কণা থাকে, তখন সেখানে চার্জ জমে।
যদি ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত মেঘ একে অপরের কাছে আসে, তবে আকর্ষণের কারণে চার্জ দ্রুত এক মেঘ থেকে অন্য মেঘে চলে যায়।
এই দ্রুত চার্জের চলাচলের সময় যে তীব্র আলো দেখা যায়, তাকে আমরা বিজলী চমকানো বলি।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago