সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -
A
আলাদা থাকে
B
ওভারল্যাপ থাকে
C
অনেক দূরে থাকে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
পরিবাহী এমন পদার্থ যা প্রচুর মুক্ত ইলেকট্রন ধারণ করে এবং যার মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তামা, অ্যালুমিনিয়াম, রূপা ও লোহা এর উল্লেখযোগ্য উদাহরণ।
-
মুক্ত ইলেকট্রন: পরিবাহীতে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে যা সহজেই তড়িৎ প্রবাহ বহন করতে সক্ষম।
-
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড: এদের মাঝে কোন শক্তি ব্যবধান থাকে না। অর্থাৎ Ep = 0।
-
আংশিক উপরিলেপন: যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে আংশিক উপরিলেপন ঘটে, ফলে যোজন ইলেকট্রন খুব সহজেই পরিবহন ইলেকট্রনে রূপান্তরিত হয়।
-
তড়িৎ প্রবাহ সৃষ্টি: সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো দ্রুত সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
-
রোধ ও পরিবাহিতা: প্রচুর মুক্ত ইলেকট্রনের কারণে পরিবাহীর রোধ খুব কম হয় এবং তড়িৎ পরিবাহিতা অত্যন্ত বেশি হয়।

0
Updated: 3 hours ago
Lunar eclipse occurs on-
Created: 4 weeks ago
A
A new moon day
B
A full moon day
C
A half moon day
D
A moonless day
Solar eclipses occur at the new moon, and lunar eclipses occur at full moon.
- But a solar eclipse does not occur at every new moon, nor does a lunar eclipse occur at every full moon, because the Moon's orbital plane is inclined to the ecliptic, the plane of the orbit of Earth around the Sun.
উৎস: britannica.com

0
Updated: 4 weeks ago
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Created: 1 month ago
A
সৌর বছর
B
কসমিক ইয়ার
C
আলোক বর্ষ
D
পলিসার
ছায়াপথ:
- সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
- এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে।
- এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
- ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
Created: 3 weeks ago
A
শুক্র
B
পৃথিবী
C
মঙ্গল
D
বুধ
সৌরজগতের গ্রহগুলোর তাপমাত্রা
সূর্য থেকে যত দূরে কোনো গ্রহ অবস্থান করে, সাধারণত তার গড় তাপমাত্রা তত কমে যায়। তবে শুক্র এর ব্যতিক্রম। কারণ এর ঘন কার্বন ডাই অক্সাইডে ভরা বায়ুমণ্ডল ও সূর্যের সান্নিধ্য একে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহে পরিণত করেছে।
শুক্র পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ এবং এটি আকাশে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায়। এর ঘন মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। তাই তাপ আটকে রেখে গ্রহটিকে ভীষণ উষ্ণ করে তোলে। অন্যদিকে পৃথিবী সূর্য থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
গ্রহগুলোর গড় তাপমাত্রা (প্রায়)
-
বুধ: ১৬৭° সেলসিয়াস
-
শুক্র: ৪৬৪° সেলসিয়াস
-
পৃথিবী: ১৫° সেলসিয়াস
-
মঙ্গল: –৬৫° সেলসিয়াস
-
বৃহস্পতি: –১১০° সেলসিয়াস
-
শনি: –১৪০° সেলসিয়াস
-
ইউরেনাস: –১৯৫° সেলসিয়াস
-
নেপচুন: –২০০° সেলসিয়াস
সব মিলিয়ে বলা যায়, সূর্য থেকে যত দূরে যাওয়া যায়, তাপমাত্রা তত হ্রাস পায়। তবে শুক্র তার ঘন বায়ুমণ্ডলের কারণে নিয়মের বাইরে থেকে সবচেয়ে উত্তপ্ত গ্রহ হিসেবে পরিচিত।
উৎস: ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি) এবং NASA ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago