According to Gulliver's description, what is the approximate height of an individual Lilliputian?
A
One foot
B
Six inches
C
One inch
D
Three inches
উত্তরের বিবরণ
এই অংশে Gulliver প্রথমবার স্পষ্টভাবে একটি Lilliputian-কে দেখতে পান এবং তাকে বর্ণনা করেন as “a human creature not six inches high.” অর্থাৎ সে একেবারে ক্ষুদ্রাকৃতি মানুষ।
পরে তিনি নিশ্চিত করেন যে পুরো দেশটির scale হলো প্রায় one inch to a foot, যেখানে তার মতো একজন সাধারণ six-foot লম্বা মানুষ আসলে বারো গুণ বড় হয় একটি six-inch Lilliputian-এর তুলনায়।
-
First Observation: Gulliver notices the Lilliputian as a very small human figure, hardly six inches tall.
-
Scale Measurement: তিনি হিসাব করেন that 1 foot (in normal size) equals 1 inch in Lilliputian scale.
-
Relative Size: An average human like Gulliver (6 feet) appears to be twelve times larger than the average Lilliputian (6 inches).
-
Impression: এই তুলনা Gulliver-এর চোখে একেবারে আশ্চর্যজনক মনে হয়, কারণ এত ক্ষুদ্র মানুষদের সমাজ ও দেশ আবার তার জন্য সম্পূর্ণ ভিন্ন জগতের মতো।
0
Updated: 1 month ago
What was the root cause of Big-endians vs. Little-endians war?Disagreement on farming methods
Created: 2 months ago
A
Disagreement on farming methods
B
Dispute over breaking eggs at different ends
C
Rivalry over gold mines
D
Argument about land division
বিগ-এন্ডিয়ান ও লিটল-এন্ডিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে। একদল বড় দিক দিয়ে, আরেক দল ছোট দিক দিয়ে ভাঙতে চাইত। সুইফট এটিকে ব্যবহার করেছেন ধর্মীয় বিভাজনের ব্যঙ্গচিত্র হিসেবে।
0
Updated: 2 months ago
How did Gulliver travel around the palace safely?
Created: 2 months ago
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।
0
Updated: 2 months ago
Gulliver's initial excitement about the struldbrugs and his later horror satirizes what common human desire?
Created: 1 month ago
A
The desire for great wealth
B
The desire for political power
C
The fear of death and the wish for eternal life
D
The desire for fame and recognition
যখন Gulliver প্রথমবার immortal struldbrugs এর কথা শোনে, সে অত্যন্ত আনন্দিত হয়। সে কল্পনা করে যে চিরন্তন জীবন তাকে অসীম জ্ঞান অর্জন করতে সাহায্য করবে এবং সে পৃথিবীর জন্য একটি জীবন্ত ধন হয়ে উঠবে। এই ভাবনা মানুষের সাধারণ ইচ্ছাকে প্রতিফলিত করে—মৃত্যুর সীমা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা।
তবে, যখন সে জানে যে struldbrugs এর eternal youth নেই এবং তারা শুধু বয়স বাড়তে থাকে, মানে তারা চরম বৃদ্ধ, মানসিকভাবে দুর্বল এবং শারীরিকভাবে অসহায় হয়ে যায়, তখন তার রোমাঞ্চ ধীরে ধীরে ভয় ও হতাশায় পরিণত হয়।
Swift এখানে immortality এর প্রতি মানুষের আকাঙ্ক্ষা কে বিদ্রূপ করছে, দেখাচ্ছে যে চিরন্তন জীবন সম্ভবত আশীর্বাদ নয়, বরং একটি বড় অভিশাপ হতে পারে।
-
Gulliver initially sees immortality as a path to infinite wisdom and value.
-
Human nature often desires to escape death.
-
Reality shows struldbrugs age endlessly, becoming senile, weak, and miserable.
-
Swift satirises the wish for eternal life, warning that it may be more of a curse than a blessing.
0
Updated: 1 month ago