During the inventory of Gulliver's pockets, what object do the Lilliputians believe is the god he worships?
A
His pistol
B
His money
C
His watch
D
His compass
উত্তরের বিবরণ
লিলিপুটিয়ানরা যখন Gulliver-কে search করে, তখন তারা তার watch দেখে ভীষণ অবাক হয়ে যায়। তারা ঘড়ির constant ticking sound শোনে এবং লক্ষ্য করে যে Gulliver কোনো কাজ করার আগে সবসময় সেটার দিকে তাকায়।
এখান থেকে তারা উপসংহার টানে যে এটি হয়তো কোনো অজানা প্রাণী (unknown animal) অথবা তার পূজিত দেবতা (the god he worshipped)। তবে তারা বেশি ঝুঁকে পড়ে দ্বিতীয় ধারণার দিকে এবং একে তার oracle বলে আখ্যায়িত করে।
-
লিলিপুটিয়ানরা ঘড়ির ticking sound-কে অদ্ভুত মনে করে
-
Gulliver সবসময় watch consult করে বলে তারা এটিকে গুরুত্ব দেয়
-
তারা ভাবে এটি কোনো অজানা প্রাণী অথবা দেবতা হতে পারে
-
অবশেষে তারা একে Gulliver-এর oracle বলে মনে করে
0
Updated: 1 month ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 2 months ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।
0
Updated: 2 months ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।
0
Updated: 2 months ago
What did Laputan astronomers constantly fear?
Created: 2 months ago
A
The destruction of the world by a comet
B
War with Blefuscu
C
Loss of their floating power
D
Decline of mathematics
লাপুটার জ্যোতির্বিদেরা সবসময় আতঙ্কে থাকত যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো ধূমকেতুর আঘাতে। তারা অকারণে ভয় পেত, যদিও সাধারণ মানুষ এসব গুরুত্ব দিত না। এতে বোঝা যায়—অতিরিক্ত বিজ্ঞানচিন্তা অনেক সময় বাস্তব জীবনে অযথা আতঙ্ক আনে।
1
Updated: 2 months ago