The Yahoos are described as-
A
Intelligent and peaceful
B
Magical and mysterious
C
Vicious, filthy, and brutish
D
A society of skilled craftsmen
উত্তরের বিবরণ
Gulliver’s Travels এ Yahoos হলো একদম degenerate এবং animalistic creatures, যাদের Gulliver Houyhnhnms দের দেশে দেখতে পায়। এগুলো আসলে মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট দিকগুলোর এক ধরনের satirical representation। Gulliver এদের বর্ণনা করেছেন এভাবে:
-
Filthy: নিজের মলমূত্রে ঢাকা থাকে এবং খুবই স্যাঁতসেঁতে, নোংরা পরিবেশে বসবাস করে।
-
Vicious: এরা mindless violence, অতিরিক্ত greed (worthless shiny stones নিয়ে ঝগড়া করে), এবং selfish desires এ ভরপুর।
-
Brutish: এদের মধ্যে reason, language, বা কোনো ধরনের civilized society নেই। শুধুমাত্র base instincts দ্বারা পরিচালিত হয়।
শুরুতে Gulliver এদের দেখে ভীষণভাবে বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ভয়ে উপলব্ধি করে যে এরা আসলে তার নিজের species-এরই এক ধরনের grotesque parody।
0
Updated: 1 month ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 2 months ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।
0
Updated: 2 months ago
How did Gulliver impress the Lilliputians after being captured?
Created: 2 months ago
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।
0
Updated: 2 months ago
In the quote, what does “break their eggs at the convenient end” symbolize?
Created: 2 months ago
A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।
0
Updated: 2 months ago