The Houyhnhnms, the rulers of the land, are which type of animal?
A
Lions
B
Eagles
C
Apes
D
Horses
উত্তরের বিবরণ
The Houyhnhnms হলো এক জাতের highly intelligent, rational এবং civilized talking horses, যারা তাদের ভূমিতে শাসন করে। তাদের নাম তাদের নিজেদের ভাষায় বোঝায় "the perfection of nature"।
-
তারা মানুষের মতো সমাজ তৈরি না করেও এক ধরনের advanced এবং disciplined lifestyle অনুসরণ করে।
-
তাদের চিন্তাধারা সম্পূর্ণভাবে reason বা যুক্তির ওপর প্রতিষ্ঠিত।
-
তারা truthfulness, simplicity এবং morality-কে জীবনের মূল নীতি হিসেবে ধরে চলে।
-
Houyhnhnms সমাজে deception বা falsehood-এর কোনো স্থান নেই।
-
তাদের lifestyle প্রকৃতির সাথে harmony বা সামঞ্জস্য বজায় রাখার একটি উদাহরণ।
0
Updated: 1 month ago
"the most pernicious Race of little odious Vermin that Nature ever suffered to crawl upon the Surface of the Earth" is said by whom?
Created: 1 month ago
A
The King of Brobdingnag
B
The Emperor of Liliput
C
A Houyhnhnm
D
Lemuel Gulliver
গালিভারের দ্বিতীয় যাত্রায়, তিনি ব্রবডিংনাগের দৈত্যদের মাঝে একটি ক্ষুদ্র প্রাণী হয়ে যান এবং তার ছোট কায়েমাপন্নতা পূরণ করার জন্য দেশভক্তির মাধ্যমে গর্ব প্রকাশ করেন, নিজ দেশকে প্রসংসা করেন।
-
এই গর্ব ব্রবডিংনাগের রাজার তীব্র সমালোচনার উদ্রেক করে।
-
গালিভার যখন ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের, সমাজ, রাজনীতি ও ইতিহাসের বর্ণনা দেয়, তখন রাজা সাজানো ষড়যন্ত্র, বিদ্রোহ, হত্যা এবং গণহত্যার গল্পগুলো শুনে ভয়ানকভাবে স্তম্ভিত হন।
-
রাজার মন্তব্য অনুযায়ী, ইংরেজরা অবশ্যই "সবচেয়ে ক্ষতিকারক, ছোট, ঘৃণ্য পোকামাকড়ের জাতি, যা প্রকৃতি কখনও পৃথিবীর পৃষ্ঠে চলতে দেয়নি"।
-
এই উক্তি গ্যালিভারের নিজের সমাজের গভীর ত্রুটির প্রতি অন্ধত্বকে তুলে ধরে এবং ইউরোপীয় সভ্যতার তীব্র ব্যঙ্গাত্মক সমালোচনা হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 2 months ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।
1
Updated: 2 months ago
What did the King of Brobdingnag say about English lawyers?
Created: 2 months ago
A
They twisted laws for money
B
They defended justice honestly
C
They avoided political power
D
They worked only for the King
গালিভারের মুখে ইংরেজ আইনশৃঙ্খলার কথা শুনে রাজা মন্তব্য করেন যে ইংল্যান্ডের আইনজীবীরা টাকার জন্য আইনকে এদিক-সেদিক ঘোরায়। তারা ন্যায়ের চেয়ে স্বার্থকেই বড় করে দেখে। এতে সুইফট তার দেশের আইনি দুর্নীতি ও ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন।
0
Updated: 2 months ago