How does Gulliver end up in the land of the Houyhnhnms?
A
He is shipwrecked
B
He is abandoned by pirates
C
His own crew mutinies against him
D
He leads an expedition there
উত্তরের বিবরণ
Gulliver’s fourth voyage এ তিনি নিজেই তার জাহাজ Adventure এর ক্যাপ্টেন ছিলেন। কিন্তু যাত্রার সময় কয়েকজন নাবিক অসুস্থ হয়ে মারা যায়। এরপর নতুন নাবিক নিয়োগ দিলে দেখা যায় তারা আসলে pirates, যারা আগের crew সদস্যদেরও corrupt করে ফেলে।
-
এই নতুন নাবিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
-
তারা mutiny ঘটিয়ে জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
-
Gulliver-কে তারা বন্দি করে রাখে।
-
শেষে তাকে এক অজানা দেশের তীরে ফেলে রেখে যায়।
-
সেই দেশটি আসলে Houyhnhnms-এর country, যেখানে তার নতুন অভিজ্ঞতার সূচনা হয়।
0
Updated: 1 month ago
What does the conflict between Lilliput and Blefuscu mainly symbolize?
Created: 2 months ago
A
Struggles between kings and common people
B
Religious and political disputes in Europe
C
Difference between science and superstition
D
Trade rivalry among sea nations
লিলিপুট ও ব্লেফুস্কুর ডিম ভাঙার রীতি নিয়ে বিরোধ আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের দ্বন্দ্বের প্রতীক। ছোট কারণে বড় যুদ্ধ শুরু হয়, যা মানুষের অন্ধ ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ব্যঙ্গচিত্র। সুইফট এখানে দেখিয়েছেন কিভাবে তুচ্ছ বিষয় থেকেও ভয়াবহ সংঘাত জন্মায়।
0
Updated: 2 months ago
How did the Houyhnhnms arrange marriages?
Created: 2 months ago
A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।
0
Updated: 2 months ago
Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
Created: 2 months ago
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।
0
Updated: 2 months ago