The Grand Academy of Lagado is Swift's direct satire of-
A
The British Parliament
B
The Royal Society of London
C
The University of Cambridge
D
The Church of England
উত্তরের বিবরণ
Swift এখানে Grand Academy of Lagado-র বর্ণনা দিয়েছেন, যা আসলে Royal Society of London for Improving Natural Knowledge-এর উপর একটি সরাসরি ও তীব্র satire।
তিনি বিজ্ঞানকে পুরোপুরি অস্বীকার করেননি, বরং যে সব গবেষণা practical human benefit-এর সাথে যুক্ত নয়, সেইসবকে তিনি হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপন করেছেন।
-
Swift-এর সময়ে Royal Society ছিল England-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ scientific institution, যা experimental science-কে encourage করত।
-
কিন্তু Swift এবং তার সমসাময়িক অনেক satirists এই society-র অনেক experiments-কে absurd, pointless, detached from reality বলে মনে করতেন।
-
Lagado-র "projectors" যেসব অদ্ভুত invention নিয়ে কাজ করছিল—যেমন extracting sunbeams from cucumbers অথবা turning human waste into food—এসব প্রকল্প ছিল Swift-এর কল্পিত উদাহরণ, যা আসলে Royal Society-র কিছু meaningless research-এর ব্যঙ্গচিত্র।
-
মূল উদ্দেশ্য ছিল দেখানো যে জ্ঞানচর্চা তখনই মূল্যবান, যখন তা মানুষের বাস্তব জীবনে useful and applicable হয়।
0
Updated: 1 month ago
The King of Laputa can control the land below by-
Created: 1 month ago
A
Sending his army
B
Cutting off trade
C
Using magic
D
Hovering over a town to block the sun and rain
লাপুটা, জোনাথন স্বিফটের “গ্যালিভারের ভ্রমণ”-এর উড়ন্ত দ্বীপের রাজা, নিচের বলনিবারবি ভূখণ্ডের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এক অনন্য ও দমনমূলক পদ্ধতিতে।
-
লাপুটা দ্বীপকে বিদ্রোহী শহরের উপর স্থাপন করে তিনি শহরের মানুষদের সূর্যের আলো ও বৃষ্টি থেকে বঞ্চিত করতে পারেন, যা ক্ষুধা ও রোগের জন্ম দেয়।
-
অতিরিক্ত শাস্তি হিসেবে লাপুটিয়ানরা শহরের উপর পাথর ফেলে দিতে পারে।
-
সবচেয়ে চরম বিদ্রোহের ক্ষেত্রে, রাজা পুরো দ্বীপকে নিচে নামিয়ে শহরটি চূর্ণ করার ক্ষমতা রাখেন।
-
এই প্রযুক্তিগত সর্বোচ্চ ক্ষমতা রাজা ও লাপুটায় বসবাসরত শিক্ষিত এলিটদের প্রথাগত সেনাবাহিনী ছাড়াই শাসন চালানোর সুযোগ দেয়।
-
উড়ন্ত দ্বীপটি নিজেই শক্তিশালী অস্ত্র এবং শাসকের কর্তৃত্বের দৃশ্যমান প্রতীক, যা স্থলভাগের অধিবাসীদের ওপর সরকারের প্রভাব বজায় রাখে।
0
Updated: 1 month ago
What was the common physical feature of Laputans?
Created: 2 months ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।
0
Updated: 2 months ago
How did Glumdalclitch treat Gulliver?
Created: 2 months ago
A
As a doll to play with
B
As a dear friend and guardian
C
As a servant for daily work
D
As a showpiece for the court
গ্লামডালক্লিচ গালিভারের প্রতি গভীর স্নেহ দেখাত। সে তাকে শুধুই খেলনা নয়, বরং একজন ছোট্ট বন্ধুর মতো দেখত। গালিভারের ঘুম, খাবার, স্বাস্থ্য সবকিছু সে যত্ন নিত। তাই গালিভারের কাছে গ্লামডালক্লিচ ছিল সবচেয়ে ভরসার মানুষ।
1
Updated: 2 months ago