প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
A
১৯৭২-১৯৭৭
B
১৯৭৩-১৯৭৮
C
১৯৭৪-১৯৭৯
D
১৯৭৫-১৯৮০
উত্তরের বিবরণ
পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- বাংলাদেশে মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)।
- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-১৯৮৫)।
- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৫-১৯৯০)।
- চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-১৯৯৫)।
- পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)।
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)।
তথ্যসূত্র -

0
Updated: 4 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
Created: 4 hours ago
A
ঢাকা
B
খুলনা
C
রাজশাহী
D
রংপুর
শীর্ষ বিভাগসমূহ (উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: রংপুর
-
গম উৎপাদনে শীর্ষ: রাজশাহী
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: রংপুর
-
পাট উৎপাদনে শীর্ষ: ঢাকা
-
তুলা উৎপাদনে শীর্ষ: খুলনা
-
চা উৎপাদনে শীর্ষ: সিলেট
-
তামাক উৎপাদনে শীর্ষ: খুলনা
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
'The World Investment Report' প্রকাশ করে কোন সংস্থা?
Created: 3 days ago
A
IMF
B
WTO
C
UNCTAD
D
World Bank
United Nations Conference on Trade and Development (UNCTAD) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
-
যাত্রা শুরু: ১৯৬৪
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি
-
সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
UNCTAD-এর প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনসমূহ:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report

0
Updated: 3 days ago
রাজনৈতিক দল কীসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
Created: 1 week ago
A
মত, পথ ও আদর্শের ভিত্তিতে
B
স্বজাতিবোধের ভিত্তিতে
C
সম্পর্কের ভিত্তিতে
D
ন্যায়নীতির ভিত্তিতে
বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী:
- বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
- গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে।
- যেকোনো গোষ্ঠী বা দল প্রচলিত বিধির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো রাজনৈতিক দল গঠন করতে পারে।
- বর্তমানে বিরাজমান এত অধিকসংখ্যক রাজনৈতিক দল কোন দেশের জন্য সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।
- বাংলাদেশে রাজনৈতিক দলের অন্যতম সমস্যা হচ্ছে এ দলগুলো বিভিন্ন রকম।
- রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা কোন পরিবর্তন চায় না।
- ধনিক শ্রেণি নিয়ে তাদের দল গঠিত। তারা পুরোমাত্রায় রক্ষণশীল। এই দল গুলোর সমর্থকগণ রক্ষণশীল।
- আবার কতগুলো দল আছে যারা বর্তমান সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে চায়।
- এই দলের সমর্থকগণ প্রগতিশীল হিসেবে পরিচিত।
তথ্যসূত্র - পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago