কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা -
A
রংপুর
B
ঝিনাইদহ
C
ঠাকুরগাঁও
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
শীর্ষ জেলা (কৃষি উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ: ঠাকুরগাঁও
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ: ঝিনাইদহ
-
চা উৎপাদনে শীর্ষ: মৌলভীবাজার
-
তামাক উৎপাদনে শীর্ষ: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ: ফরিদপুর
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করে?
Created: 1 month ago
A
ICSID
B
IBRD
C
IDA
D
IFC
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
IFC (International Finance Corporation)
-
প্রতিষ্ঠিত: ২০ জুলাই, ১৯৫৬
-
বর্তমান সদস্য দেশ: ১৮৬টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন
-
মূল সেবা: ঋণ (Loans), ইক্যুইটি বিনিয়োগ (Equity Investments), ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), টেকনিক্যাল সহায়তা (Advisory Services)
0
Updated: 1 month ago
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দেবে সরকার? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ডেঙ্গু
B
হেপাটাইটিস
C
টাইফয়েড
D
চিকুনগুনিয়া
টাইফয়েড টিকা
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা প্রদান করা হবে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এক ডোজের ইনজেকটেবল টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে।
উল্লেখযোগ্য:
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গসমূহ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া।
-
গুরুতর ক্ষেত্রে জটিলতা বা মৃত্যু হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়।
তথ্যসূত্র: নিউজ প্রতিবেদন [Link]
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে?
Created: 1 month ago
A
লিয়াকত আলী খান
B
খাজা নাজিমউদ্দীন
C
নুরুল আমিন
D
ধীরেন্দ্রনাথ দত্ত
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাঙালির জাতীয়তাবোধ গঠনের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম বড় ধাপ হিসেবে পরিচিত।
-
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
-
ফিরোজ খান নুন ছিলেন পূর্ব বাংলার গভর্নর।
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
-
ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
-
আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন।
0
Updated: 1 month ago