কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা -
A
রংপুর
B
ঝিনাইদহ
C
ঠাকুরগাঁও
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
শীর্ষ জেলা (কৃষি উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ: ঠাকুরগাঁও
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ: ঝিনাইদহ
-
চা উৎপাদনে শীর্ষ: মৌলভীবাজার
-
তামাক উৎপাদনে শীর্ষ: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ: ফরিদপুর
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
বর্তমানে বিসিআইসি’র অধীনে চলমান শিল্প কারখানা রয়েছে -
Created: 1 week ago
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)
-
বিসিআইসি’র অধীনে বর্তমানে চলমান শিল্প কারখানা: ১১টি।
চলমান কারখানার ধরন ও সংখ্যা:
-
ইউরিয়া সার কারখানা: ৫টি
-
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ
-
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
-
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিঃ
-
-
ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)
-
টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)
-
কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)
-
সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)
-
গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)
-
স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)
উৎস: BCIC ওয়েবসাইট

0
Updated: 1 week ago
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
Created: 3 days ago
A
১৯৬১ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৯৭ সালে
D
২০০১ সালে
কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব।
-
জাতীয়তা: ঘানা
-
অফিস: আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় মহাসচিব
-
নোবেল শান্তি পুরস্কার: ২০০১ সালে লাভ
-
বিশেষ তথ্য: জাতিসংঘের দুইজন মহাসচিবই নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত; তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান

0
Updated: 3 days ago
কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে গবেষণা করেছেন?
Created: 1 day ago
A
সত্যেন্দ্রনাথ বসু
B
আরজ আলী মাতুব্বর
C
কুদরত-ই-খুদা
D
ড. জামাল নজরুল ইসলাম
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম
-
সম্পর্কে: বিশ্বখ্যাত বাংলাদেশি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
-
গবেষণার ক্ষেত্র: আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব (কসমোলজি), কোয়ান্টাম তত্ত্ব।
-
গুরুত্বপূর্ণ কাজ:
-
আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, কোয়ান্টাম মেকানিক্স ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত জটিল বিষয় নিয়ে মৌলিক গবেষণা।
-
সৌরজগতের গ্রহগুলোর সরলরেখায় অবস্থানের প্রভাব পর্যালোচনা।
-
-
প্রকাশিত গ্রন্থ:
-
The Ultimate Fate of the Universe (1983, Cambridge University Press)
-
বাংলা একাডেমি প্রকাশিত কৃষ্ণগহ্বর (Black Hole)
-
-
অর্জন: ২০০০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক
-
অবদান: আইনস্টাইন-পরবর্তী মহাবিশ্ব গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান।
-
বিশেষ: কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

0
Updated: 1 day ago