'শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি চালু হয় -
A
১৯৯২ সালে
B
১৯৯৩ সালে
C
১৯৯৪ সালে
D
১৯৯৫ সালে
উত্তরের বিবরণ
শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি (School Feeding Program):
-
দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবারের শিশুদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৯৩-৯৪ অর্থবছর থেকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়।
-
কার্যক্রমটি মূলত শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার উন্নতি নিশ্চিত করার জন্য বাস্তবায়িত।
-
১৯৯৩ সালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
অতীতের প্রেক্ষাপট:
-
১৯৭৪ সালে দেশের চরম খাদ্যাভাব দেখা দিলে, বিশেষ করে গ্রামীণ এলাকায় বেকারত্ব ও খাদ্যশস্যের উচ্চমূল্য কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হন।
-
সেই সময়ে সরকার 'ফুড ফর ওয়ার্ক' বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
পাকিস্তানের প্রথম সংবিধান কবে প্রণীত হয়?
Created: 1 month ago
A
১৯৪৯ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৮ সালে
পাকিস্তানের প্রথম সংবিধান
-
প্রকাশ ও কার্যকারিতা: পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে রচিত ও কার্যকর করা হয়।
-
রাষ্ট্রের নাম: সংবিধানের মাধ্যমে দেশটি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান হিসেবে পরিচিতি পায়।
-
প্রদেশ ও অঞ্চল: পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান বলা হয়।
-
রাষ্ট্রভাষা: বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
প্রণয়ন প্রক্রিয়া:
-
৮ জানুয়ারি ১৯৫৬: দ্বিতীয় গণপরিষদে সংবিধান বিল উত্থাপন।
-
২১ জানুয়ারি ১৯৫৬: বিল গণপরিষদে গৃহীত।
-
২ মার্চ ১৯৫৬: গভর্নর জেনারেল এ বিলে সম্মতি প্রদান।
-
২৩ মার্চ ১৯৫৬: সংবিধান কার্যকর।
-
-
স্থায়িত্ব: সংবিধান প্রায় আট মাস স্থায়ী ছিল। ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জেনারেল (অব:) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করে সংবিধান বাতিল করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
নূন্যতম সদস্য উপস্থিত না থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন?
Created: 4 weeks ago
A
৫০ জন
B
৬০ জন
C
৭০ জন
D
৮০ জন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এককক্ষবিশিষ্ট আইনসভা, যার ওপর দেশের সংবিধানের বিধানাবলি অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত।
-
সদস্য সংখ্যা ও গঠন:
-
সরাসরি নির্বাচিত ৩০০ সদস্য নির্বাচনী এলাকা থেকে
-
মহিলা আসন সংখ্যা ৫০, যা সংবিধানের পঞ্চদশ সংশোধনী (২০১১) অনুযায়ী নির্ধারিত
-
মোট আসন সংখ্যা: ৩৫০
-
-
মেয়াদ: ৫ বছর
-
কোরাম ও অধিবেশন:
-
সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্য পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
-
অধিবেশন কোরামের জন্য কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কার্যক্রম চলবে
-
৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার অধিবেশন স্থগিত করতে পারেন
-
-
সাধারণ নির্বাচন ও অধিবেশন আহ্বান: সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়
0
Updated: 4 weeks ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুয়ায়ী, দেশে মোট সাক্ষরতার হার কত?
Created: 1 month ago
A
৭৬.৪৪%
B
৭৬.৮৪%
C
৭৪.৬৪%
D
৭৪.৮০%
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
-
পুরুষ-নারী অনুপাত: পুরুষ ৯৯.০৮ : নারী ১০০.৯০
-
সাক্ষরতার হার (সর্বমোট): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
সাক্ষরতার হারের ভৌগোলিক বৈচিত্র্য
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (বিভাগ): ঢাকা বিভাগ
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (বিভাগ): ময়মনসিংহ বিভাগ
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (জেলা): পিরোজপুর জেলা
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (জেলা): জামালপুর জেলা
উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২
0
Updated: 1 month ago