বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে না?
A
আয় পদ্ধতি
B
ব্যয় পদ্ধতি
C
উৎপাদন পদ্ধতি
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (GDP) গণনার পদ্ধতি:
-
বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
-
প্রতিষ্ঠানটি প্রতি বছর চলতি বাজার মূল্য এবং স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি নির্ধারণ করে।
-
হিসাবের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে; তারা আয় পদ্ধতি ব্যবহার করে না।
-
উৎপাদন পদ্ধতিতে, মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়।
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
বর্তমানে দেশে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৪৮টি
B
৪৯টি
C
৫০টি
D
৫১টি
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
সংখ্যা ও স্বীকৃতি:
-
দেশে বর্তমানে ৫০টি স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী)।
-
-
ভৌগোলিক বিস্তৃতি:
-
সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাঙামাটিতে বসবাস করে।
-
পার্বত্য জেলা খাগড়াছড়ি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
-
মোট মানুষের মধ্যে পুরুষ ৪৯.৯৮%, নারী ৫০.০২%।
-
৬০.০৪% চট্টগ্রাম বিভাগে, ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর, ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।
-
-
প্রধান জনগোষ্ঠী ও বৈচিত্র্য:
-
পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।
-
উল্লেখযোগ্য গোষ্ঠী: চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া।
-
-
সর্ববৃহৎ গোষ্ঠী:
১. চাকমা
২. মারমা
৩. ত্রিপুরা
উৎস:
i) জনশুমারি ও গৃহগণনা ২০২২
ii) প্রথম আলো

0
Updated: 1 week ago
যদি একটি দল টানা দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়, তাহলে কী হবে?
Created: 1 day ago
A
সতর্কবার্তা দেওয়া হবে
B
নিবন্ধন স্থগিত হবে
C
নিবন্ধন বাতিল হবে
D
আর্থিক জরিমানা হবে
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কারণ হলো:
-
দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে, অথবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান ও সাধারণ সম্পাদক/মহাসচিবদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক আবেদন করা হলে।
-
সরকার কর্তৃক দল নিষিদ্ধ ঘোষিত হলে।
-
কমিশনে প্রেরিত কোনো তথ্য পরপর তিন বছর প্রেরণ করতে ব্যর্থ হলে।
-
দলটি পরপর দুইটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে।

0
Updated: 1 day ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 3 days ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 3 days ago