কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
A
ঢাকা
B
খুলনা
C
রাজশাহী
D
রংপুর
উত্তরের বিবরণ
শীর্ষ বিভাগসমূহ (উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: রংপুর
-
গম উৎপাদনে শীর্ষ: রাজশাহী
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: রংপুর
-
পাট উৎপাদনে শীর্ষ: ঢাকা
-
তুলা উৎপাদনে শীর্ষ: খুলনা
-
চা উৎপাদনে শীর্ষ: সিলেট
-
তামাক উৎপাদনে শীর্ষ: খুলনা
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
আইনের প্রাচীনতম উৎস কোনটি?
Created: 1 week ago
A
ধর্ম
B
আইনসভা
C
প্রথা
D
বিচারকের রায়
-
রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।
আইন:
-
ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
-
সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।
-
মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
-
আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।
-
আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
-
আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।
-
প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।
-
প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।
-
তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
-
কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
Created: 1 week ago
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট

0
Updated: 1 week ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) কবে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৯৪
B
১৯৯৫
C
১৯৯৬
D
১৯৯৮
Transparency International Bangladesh (TIB)
-
প্রতিষ্ঠা: ১৯৯৬ সালে।
-
ধরণ: সুশীল সমাজের অংশ, নির্দলীয়, অলাভজনক ও স্বাধীন সংস্থা।
-
প্রাথমিক অবস্থা: শুরুতে একটি ট্রাস্ট হিসেবে গঠিত।
-
নিবন্ধন: ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত বেসরকারি সংস্থা (NGO) হিসেবে।
-
উদ্দেশ্য:
-
সরকার, রাজনীতি, ব্যবসা, নাগরিক সমাজ ও দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূল করা।
-
দুর্নীতিমুক্ত বাংলাদেশ কল্পনা করা।
-
সচেতনতা বৃদ্ধি, সততা বৃদ্ধির মাধ্যমে নীতিগত পরিবর্তনের চেষ্টা।
-
নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, পদক্ষেপ নিতে এবং সুশাসন ও স্বচ্ছতার জন্য সরকারের জবাবদিহি নিশ্চিত করা।
-
-
পদ্ধতি: গবেষণা, তথ্য প্রকাশ, অ্যাডভোকেসি, এবং নাগরিক সম্পৃক্ততা ব্যবহার করে।

0
Updated: 1 day ago