কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
A
ঢাকা
B
খুলনা
C
রাজশাহী
D
রংপুর
উত্তরের বিবরণ
শীর্ষ বিভাগসমূহ (উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: রংপুর
-
গম উৎপাদনে শীর্ষ: রাজশাহী
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: রংপুর
-
পাট উৎপাদনে শীর্ষ: ঢাকা
-
তুলা উৎপাদনে শীর্ষ: খুলনা
-
চা উৎপাদনে শীর্ষ: সিলেট
-
তামাক উৎপাদনে শীর্ষ: খুলনা
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস-
Created: 1 month ago
A
রেমিটেন্স
B
কর রাজস্ব
C
বৈদেশিক বানিজ্য
D
চামড়া শিল্প
বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো সেই সমস্ত উৎস যেখান থেকে সরকার তার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। এই আয়ের উৎস প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, যার মধ্যে কর রাজস্ব সরকারের প্রধান রাজস্ব উৎস।
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
আয় ও মুনাফা কর
-
আমদানি শুল্ক
-
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
আবগারি শুল্ক
-
সম্পূরক শুল্ক
-
যানবাহন কর
-
ভূমি রাজস্ব
-
0
Updated: 1 month ago
মারমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
Created: 1 month ago
A
বিজু
B
সাংগ্রাই
C
লৌহ পূর্ণিমা
D
ওয়ানগালা
মারমা জনগোষ্ঠী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এসেছে।
-
প্রধান বসতি: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি।
-
নৃতাত্ত্বিক শ্রেণি: মঙ্গোলয়েড।
-
ভাষা: ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত।
-
বর্ণমালা: ম্রাইমাজা।
-
খাদ্য: ভাত এবং সিদ্ধ শাকসবজি প্রধান।
-
প্রধান ধর্ম: বৌদ্ধ।
-
ধর্মীয় উৎসব: ক্ছংলাপ্রে (বুদ্ধ পূর্ণিমা), ওয়াছো (আষাঢ়ী পূর্ণিমা), ওয়াগোয়াই (প্রবারণা পূর্ণিমা)।
-
বিশেষ রীতি: প্রবারণা উৎসবে আকাশে রঙিন ফানুস উড়ানো, রথ যাত্রা।
-
সবচেয়ে বড় উৎসব: সাংগ্রাই।
উল্লেখ্য:
-
ওয়ানগালা হলো গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব।
-
বিজু হলো চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব।
0
Updated: 1 month ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 1 month ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago