রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
A
০%
B
৫%
C
৭.৫%
D
১০%
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) সংক্রান্ত তথ্য:
-
মূল্য সংযোজন কর হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
আইন ও কার্যকরকরণ:
-
১৯৯০ সালের মধ্য জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) প্রণীত হয়।
-
১ জুলাই ১৯৯১ সালে মূল্য সংযোজন কর চালু হয়।
-
-
কর হার:
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কর হার ১৫%।
-
রপ্তানির ক্ষেত্রে কর হার ০%।
-
-
ভোক্তা দায়িত্ব: পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর প্রদানকারী।
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
Created: 23 hours ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৮ সালে
বাংলাদেশে জনশুমারি দেশের জনসংখ্যা ও আর্থ-সামাজিক অবস্থা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি প্রতি দশ বছর অন্তর দেশের সব নাগরিক ও বসবাসকারীর তথ্য সংগ্রহ করে নীতি প্রণয়ন, পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।
-
১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়।
-
জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রতি দশ বছর অন্তর দেশের আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা হয়।
-
এরপর ১৯৮১ সালে দ্বিতীয় শুমারি এবং পরবর্তীতে প্রতি দশ বছরে নিয়মিতভাবে শুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের ১৫-২১ জুন দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করে।
-
২০২২ সালের শুমারি প্রথমবার Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে, ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করে পরিচালিত হয়।
-
তথ্যসংগ্রহে Modified De-facto পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে খানার সদস্যদের পাশাপাশি কর্তব্যরত ও ভ্রমণরত সদস্যদেরও তাদের নিজ নিজ খানায় গণনা অন্তর্ভুক্ত করা হয়।
-
এই পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া তথ্যপ্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয়।

0
Updated: 23 hours ago
বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক কাকে বলা হয়?
Created: 1 day ago
A
আইন মন্ত্রণালয়
B
সুপ্রিম কোর্ট
C
নির্বাহি বিভাগ
D
কোনটি নয়
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
প্রয়োজনীয়তা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য হয়ে ওঠে।
-
প্রণয়ন কমিটি: ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম অধিবেশন: খসড়া কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭২।
-
সর্বোচ্চ আইন: বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সুপ্রীম কোর্টের ভূমিকা: সংবিধানের ব্যাখ্যা ও রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের।

0
Updated: 1 day ago
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 3 days ago
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর

0
Updated: 3 days ago