রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
A
০%
B
৫%
C
৭.৫%
D
১০%
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) সংক্রান্ত তথ্য:
-
মূল্য সংযোজন কর হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
আইন ও কার্যকরকরণ:
-
১৯৯০ সালের মধ্য জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) প্রণীত হয়।
-
১ জুলাই ১৯৯১ সালে মূল্য সংযোজন কর চালু হয়।
-
-
কর হার:
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কর হার ১৫%।
-
রপ্তানির ক্ষেত্রে কর হার ০%।
-
-
ভোক্তা দায়িত্ব: পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর প্রদানকারী।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
“যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা”- উক্তিটি করেছেন -
Created: 1 month ago
A
জন ডাইসি
B
এরিস্টটল
C
জন লক
D
জন অস্টিন
আইন সম্পর্কিত বিখ্যাত উক্তি:
-
জন লক: “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা।”
-
এরিস্টটল: “আইন হচ্ছে আবেগহীন যুক্তি।” / “আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি।”
-
জন অস্টিন: “আইন সার্বভৌম শাসকের আদেশ।”
-
অধ্যাপক ডাইসি: “আইনের দৃষ্টিতে সবাই সমান।”
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হোসেন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Created: 1 month ago
A
ইনফ্লুয়েঞ্জা
B
জলাতঙ্ক
C
ডেঙ্গু
D
যক্ষ্মা
ব্যাকটেরিয়া ও ভাইরাস সম্পর্কিত তথ্য
ব্যাকটেরিয়া
-
যক্ষ্মা (Tuberculosis) হলো ব্যাকটেরিয়া জনিত রোগ।
-
অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগ উদাহরণ: টাইফয়েড, হাট, ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ ইত্যাদি।
-
ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, যা সরাসরি সংক্রমণ ঘটাতে পারে।
ভাইরাস
-
ভাইরাস হলো সংক্রমণকারী ক্ষুদ্র অণুজীব, যা কেবল জীবন্ত কোষের ভিতরে প্রজনন করতে পারে।
-
সাধারণ ভাইরাসজনিত রোগ:
-
সর্দি, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)
-
ডেঙ্গু, জলাতঙ্ক, গুটিবসন্ত, জলবসন্ত
-
বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু
-
ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি
-
-
অন্যান্য জীবেও ভাইরাসজনিত রোগ হতে পারে – যেমন গাছপালা ও অন্যান্য প্রাণী।
-
উৎপত্তি: ল্যাটিন শব্দ Virus, যার অর্থ “বিষ”।
-
গঠন: নিউক্লিক অ্যাসিড (কেন্দ্রে) + প্রোটিন কোট (আবরণ)।
উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
ষষ্ঠ জনশুমারিতে কোন পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়?
Created: 1 month ago
A
ICPI
B
PICI
C
CAPI
D
CIPI
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ বাংলাদেশের জনসংখ্যা ও সামাজিক তথ্যাবলির একটি গুরুত্বপূর্ণ চিত্র প্রদান করে। এটি দেশের জনসংখ্যার পরিমাণ, ঘনত্ব এবং শিক্ষার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
নির্বাচিত সময়কাল: ১৫-২১ জুন ২০২২।
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%।
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI পদ্ধতি ব্যবহার করা হয়, গণনার জন্য Modified De-fecto পদ্ধতি প্রয়োগ করা হয়।
-
জনবহুল এলাকা: ঢাকা বিভাগ।
-
সবচেয়ে কম জনসংখ্যা: বরিশাল বিভাগ।
-
জেলা পর্যায়ে সর্বনিম্ন জনঘনত্ব: রাঙ্গামাটি জেলা।
0
Updated: 1 month ago