6a2bcএবং 4a3b2c2-এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি? ক) খ) গ) ঘ)
A
a2bc
B
2a2bc
C
2a2b2c2
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
6a2bcএবং 4a3b2c2-এর সংখ্যা সহগ যথাক্রমে 6 ও 4সংখ্যা সহগের গ.সা.গু = ২অতএব, উত্তর হবে কোনটিই নয়। আবার, প্রদত্ত রাশি 6a2bcএবং 4a3b2c2 এর গ.সা.গু = 2a2bcযদি রাশি দুইটির গ.সা.গু বের করতে বলা হতো, তাহলে উত্তর 2a2bc হতো।
0
Updated: 1 month ago
|x - 5| < 2, x ∈ IN অসমতাটির সমাধান সেট কোনটি?
Created: 1 month ago
A
(3, 7)
B
[3, 7]
C
{4, 5, 6}
D
{3, 4, 5, 6, 7}
প্রশ্ন: |x - 5| < 2, x ∈ IN অসমতাটির সমাধান সেট কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
|x - 5| < 2 এবং x ∈ N
⇒ - 2 < x - 5 < 2
⇒ - 2 + 5 < x - 5 + 5 < 2 + 5
⇒ 3 < x < 7
এখন,
x ∈ N এর অর্থ হলো x স্বাভাবিক সংখ্যা যা 3 থেকে বড় এবং 7 থেকে ছোট।
সুতরাং, 3 < x < 7 সীমার মধ্যে স্বাভাবিক সংখ্যা গুলো হলো 4, 5, 6
সুতরাং, সমাধান সেট = {4, 5, 6}
0
Updated: 1 month ago
একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
২৫
B
৩০
C
৩৫
D
৪০
প্রশ্ন: একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৫ক + ১২ = ৭ক - ৪৮
⇒ ১২ + ৪৮ = ৭ক - ৫ক
⇒ ৬০ = ২ক
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০
∴ সংখ্যাটি ৩০
0
Updated: 1 month ago
দুটি সংখ্যা গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
Created: 2 days ago
A
২৪
B
৪৮
C
৬০
D
৭২
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = তাদের ল.সা.গু × গ.সা.গু। এই সূত্র ব্যবহার করে একটি সংখ্যা জানা থাকলে অপর সংখ্যা বের করা যায়।
-
সূত্র: একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
-
সুতরাং, অপর সংখ্যা = (ল.সা.গু × গ.সা.গু) ÷ একটি সংখ্যা
-
প্রদত্ত মান অনুযায়ী, ল.সা.গু = ৩৬০, গ.সা.গু = ২, এবং একটি সংখ্যা = ১০
-
হিসাব: (৩৬০ × ২) ÷ ১০ = ৭২০ ÷ ১০ = ৭২
-
তাই, অপর সংখ্যাটি ৭২।
-
অর্থাৎ, দুটি সংখ্যা হলো ১০ এবং ৭২, যাদের ল.সা.গু = ৩৬০ এবং গ.সা.গু = ২।
0
Updated: 1 day ago