যদি 4√x3 = 2 হয়, তাহলে x3/2 =?
A
8
B
16
C
4
D
64
উত্তরের বিবরণ
√x3 = 2 ⇒ (x1/4)3 = 2⇒ (x 3/4) = 2⇒ (x 3/4)2 = 22⇒ x3/2 = 4
0
Updated: 1 month ago
একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
Created: 1 month ago
A
200 টাকা
B
210 টাকা
C
162 টাকা
D
198 টাকা
প্রশ্ন: একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
সমাধান:
10% ক্ষতিতে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 90 টাকা
বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/90 টাকা
∴ বিক্রয়মূল্য 180 টাকা হলে ক্রয়মূল্য (180 × 100)/90 টাকা
= 200 টাকা
0
Updated: 1 month ago
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
Created: 1 month ago
A
১০
B
১৫
C
২৫
D
৩০
প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
সমাধান:
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= ৫C১ × ৪C২
= ৫ × ৬
= ৩০
0
Updated: 1 month ago
|x-5| ≤ 4 হলে, নিচের যে ব্যবধি সত্য তা হলো-
Created: 5 days ago
A
x ∈ (1,9)
B
x ∈ [1,9)
C
x ∈ (1,9]
D
x ∈ [1,9]
প্রশ্নঃ |x - 5| ≤ 4 হলে, নিচের যে ব্যবধি সত্য তা হলো-
সমাধানঃ
|x - 5| ≤ 4
⇒ -4 ≤ x - 5 ≤ 4
উভয় পাশে 5 যোগ করলে,
⇒ -4 + 5 ≤ x ≤ 4 + 5
⇒ 1 ≤ x ≤ 9
অতএব, x এর মানের পরিসর হবে [1, 9]
উত্তরঃ ঘ) x ∈ [1,9]
0
Updated: 5 days ago