কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
ময়মনসিংহ
B
দিনাজপুর
C
কুমিল্লা
D
বরিশাল
উত্তরের বিবরণ
ধান উৎপাদন সংক্রান্ত তথ্য:
-
বাংলাদেশের প্রায় ৮০-৮৫% জমিতে ধান চাষ করা হয়।
-
জেলা অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
বিভাগ অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: রংপুর বিভাগ
ধানের প্রকারভেদ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারী জেলা:
-
আউশ ধান: কুমিল্লা জেলা
-
আমন ধান: দিনাজপুর জেলা
-
বোরো ধান: ময়মনসিংহ জেলা
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কত সালে বিখ্যাত 'মারি চুক্তি' সম্পাদিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৫৪ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৭ সালে
মারি চুক্তি হলো ১৯৫৫ সালে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপোস চুক্তি, যা পাকিস্তানের সংবিধান রচনার সংকট সমাধানে দ্বিতীয় গণপরিষদের অধিবেশনে করা হয়।
-
প্রেক্ষাপট: স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় গণপরিষদ ৭ জুলাই ১৯৫৫ সালে মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
চুক্তি সম্পাদনকারীগণ: এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান ও মোস্তাক হোসেন গুরমানী।
-
চুক্তির মূল বিষয়বস্তু:
১. পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে: পূর্ব পাকিস্তান (পূর্ব বাংলার নাম পরিবর্তন) এবং পশ্চিম পাকিস্তান (পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে)।
২. উভয় প্রদেশে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৩. উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি (Principle of Parity) কার্যকর করা হবে।
৪. যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে।
৫. বাংলা ও উর্দু উভয়ই রাষ্ট্রভাষা হবে। -
চুক্তির পরবর্তী প্রভাব:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এ.কে. ফজলুল হক, আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর, পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ, গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-
0
Updated: 1 month ago
সরকারি বিল কারা উত্থাপন করে?
Created: 1 month ago
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশে কত সালে 'স্থানীয় শাসন অর্ডিন্যান্স' জারি হয়?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৭ সালে
বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স ১৯৭৬ সালে জারি হয়। এর মাধ্যমে গ্রামীণ এলাকার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন রূপ প্রদান করা হয়। এর আগে বিভিন্ন সময়ে স্থানীয় সরকারের গঠন ও নির্বাচনের পরিবর্তন ঘটেছিল।
-
১৯৭২ সালে জারিকৃত রাষ্ট্রপতির ৭নং আদেশ অনুযায়ী সরকার বিদ্যমান সকল স্থানীয় সরকার কমিটি ভেঙে দেয়।
-
১৯৭৩ সালে নতুন করে জারিকৃত রাষ্ট্রপতির আদেশ নং ২২ অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের সরকার নতুন স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করে। এতে তিন ধরনের গ্রামীণ স্থানীয় সরকার গঠনের বিধান রাখা হয়: ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
-
এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কেবলমাত্র ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও অপর ৯ জন সদস্য প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
-
থানা পরিষদ সরকারি কর্মকর্তা ও বেসরকারি সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এখানে মহকুমা অফিসার (SDO) চেয়ারম্যান এবং সার্কেল অফিসার (SO) ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন।
-
জেলা পরিষদ নির্বাচিত সদস্য, সরকারি কর্মকর্তা ও মহিলা সদস্যদের দ্বারা গঠনের কথা থাকলেও এখানে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
উৎস:
0
Updated: 1 month ago