কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
ময়মনসিংহ
B
দিনাজপুর
C
কুমিল্লা
D
বরিশাল
উত্তরের বিবরণ
ধান উৎপাদন সংক্রান্ত তথ্য:
-
বাংলাদেশের প্রায় ৮০-৮৫% জমিতে ধান চাষ করা হয়।
-
জেলা অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: ময়মনসিংহ জেলা
-
বিভাগ অনুসারে সর্বোচ্চ ধান উৎপাদন: রংপুর বিভাগ
ধানের প্রকারভেদ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারী জেলা:
-
আউশ ধান: কুমিল্লা জেলা
-
আমন ধান: দিনাজপুর জেলা
-
বোরো ধান: ময়মনসিংহ জেলা
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 4 hours ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
-
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
-
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
-
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
-
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
-
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
-
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
-
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
Created: 1 week ago
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলীর কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 day ago
A
চতুর্থ
B
ষষ্ঠ
C
তৃতীয়
D
সপ্তম
বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন হিসেবে রাষ্ট্রের কাঠামো, নাগরিক অধিকার ও গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করে। এতে বিভিন্ন বিধান ও তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যা ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ১১টি ভাগ বা অধ্যায় রয়েছে।
-
সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে, যা নিম্নরূপ:
১. প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
২. দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন
৩. তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা
৪. চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
৫. পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
৬. ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা
৭. সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র

0
Updated: 1 day ago