সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন বাজেট থেকে প্রণয়ন করে থাকে?
A
রাজস্ব বাজেট
B
অ-উন্নয়ন বাজেট
C
চলতি বাজেট
D
উন্নয়ন বাজেট
উত্তরের বিবরণ
মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট সংক্রান্ত তথ্য:
-
মূলধন বা উন্নয়ন বাজেট হলো সেই বাজেট যেখানে সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়।
-
মূল লক্ষ্য: দেশের ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন।
-
সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থসংস্থান করে।
অর্থসংস্থানের উৎস:
-
অভ্যন্তরীণ আয়ের উৎস:
-
রাজস্ব উদ্বৃত্ত
-
বেসরকারি সঞ্চয়
-
ব্যাংক ঋণ
-
অতিরিক্ত কর ধার্য ইত্যাদি
-
-
বৈদেশিক আয়ের উৎস:
-
বৈদেশিক ঋণ
-
বৈদেশিক অনুদান
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয়কৃত খাতসমূহ:
-
কৃষি
-
শিল্প
-
বিদ্যুৎ ও জ্বালানি
-
মহিলা ও যুব উন্নয়ন
-
পরিবহন ও যোগাযোগ
-
পল্লি উন্নয়ন ও গৃহায়ণ
সারসংক্ষেপ: মূলধন বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি?
Created: 4 weeks ago
A
আমির গার্মেন্টস লিমিটেড
B
রিয়াজ গার্মেন্টস লিমিটেড
C
বৈশাখী গার্মেন্টস লিমিটেড
D
বন্ড গার্মেন্টস লিমিটেড
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক
-
বাংলাদেশের সবচেয়ে সফল শিল্প খাত হলো তৈরি পোশাক খাত, যা বর্তমানে মোট রপ্তানির ৮০% এর বেশি প্রদান করে।
-
স্বাধীনতার পর ব্যবসা শুরু করেন রিয়াজউদ্দিন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড, যা স্বাধীন বাংলাদেশের প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃত।
-
২৮ জুলাই ১৯৭৮ তারিখে রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট রপ্তানি করেন ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রঁস এর কাছে।
-
ওই চালানের ফরাসী মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রা, যা বাংলাদেশী টাকায় ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
-
১৯৯৮ সালে গাজীপুরের বোর্ডবাজারে তৈরি হয় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল, যার ক্ষমতা ছিল পাঁচ হাজার শার্ট উৎপাদন।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেন?
Created: 1 month ago
A
আইন সচিব
B
প্রধান বিচারপতি
C
অ্যাটর্নি জেনারেল
D
কোনটি নয়
অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশের সরকারের প্রধান আইন পরামর্শক এবং প্রধান আইন কর্মকর্তা। তিনি সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দেয়। এই পদাধিকার অনুযায়ী তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন। তাকে সহায়তা করার জন্য যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা থাকে।
-
দায়িত্ব: সরকারের জন্য আইন পরামর্শ প্রদান, সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনা।
-
সহায়ক পদ: যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল।
দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল:
-
বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
-
তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
-
সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী তাকে পুনর্নিযুক্ত করা হয়নি।
0
Updated: 1 month ago
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত টাকা? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
৫০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
১০০০ টাকা
চলতি অর্থবছরে বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি বৃহৎ জনসংখ্যাকে সমর্থন প্রদান করছে এবং আগামী অর্থবছরে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।
-
চলতি অর্থবছরে ৬০ লাখ ১ হাজার জন উপকারভোগী
-
এ জন্য বরাদ্দ: ৪,৩৫১ কোটি টাকা
-
আগামী অর্থবছরে উপকারভোগী সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৬১ লাখ
-
বরাদ্দ বৃদ্ধি: ৪৪০ কোটি টাকা, মোট বরাদ্দ ৪,৭৯১ কোটি ৩১ লাখ টাকা
-
বর্তমানে মাসিক ভাতার পরিমাণ: ৬৫০ টাকা
-
পূর্বে মাসিক ভাতা ছিল: ৬০০ টাকা
0
Updated: 1 month ago