'কাবিখা' কোন ধরনের কর্মসূচীর অন্তর্ভুক্ত?
A
কাজের প্রশিক্ষণ
B
টিকাদান কর্মসূচি
C
নিরক্ষরতা দূরীকরণ
D
দারিদ্র বিমোচন
উত্তরের বিবরণ
কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (Food for Work) সংক্রান্ত তথ্য:
-
এটি দারিদ্র বিমোচন কর্মসূচীর অংশ।
-
প্রেক্ষাপট: ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে, বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার এই কর্মসূচি চালু করে।
কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য:
-
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো নির্মাণ/পুনঃনির্মাণ।
-
স্বাভাবিক অবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন।
-
গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি।
-
গ্রামীণ দরিদ্র জনগণের আয় বৃদ্ধি।
-
দেশের সর্বত্র খাদ্য সরবরাহের ভারসাম্য আনা এবং দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি।
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
‘ষাটগম্বুজ মসজিদ’-এর নির্মাতা কে?
Created: 6 days ago
A
সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ
B
খান আল-আজম উলুগ খান জাহান
C
মির্জা আবু তালিব
D
মুঘল সম্রাট আওরঙ্গজেব
ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক নিদর্শন।
-
মসজিদের নির্মাতা ছিলেন খান আল-আজম উলুগ খান জাহান, যিনি তৎকালীন সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-৫৯)-এর সম্মানে বিজিত অঞ্চলকে খলিফাতাবাদ নামে নামকরণ করেন।
-
খান জাহান ১৪৫৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত হাভেলি-খলিফাতাবাদ থেকে উক্ত অঞ্চল শাসন করেন। তাঁর শাসিত অঞ্চল বর্তমান বাগেরহাটের সাথে অভিন্ন হিসেবে শনাক্ত করা হয়েছে।
-
সময়ের ব্যবধানে মসজিদটি ক্ষয়প্রাপ্ত হওয়ার উপক্রম হয়।
-
ব্রিটিশ সরকার এর সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে, পরবর্তী সময়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ধারাবাহিকভাবে রক্ষণাবেক্ষণ চালিয়ে যায়।
-
বিশ শতকের আশির দশকের শুরুতে ইউনেসকো (UNESCO) এই ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণে কার্যকরী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, যা বর্তমানে শেষের পর্যায়ে রয়েছে।
উৎস:

0
Updated: 6 days ago
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা’ চলচ্চিত্রের পটভূমি কী?
Created: 1 week ago
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
Created: 1 day ago
A
ড. কামাল হোসেন
B
সৈয়দ নজরুল ইসলাম
C
তাজউদ্দিন আহমদ
D
আবু সাঈদ চৌধুরী
১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত ৩৪ সদস্যের কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন, যিনি তখন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী ছিলেন।
প্রধান তথ্যসমূহ:
-
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
-
হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
-
সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
-
সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।
-
গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন; বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করা হয় ১৫ ডিসেম্বর, ১৯৭২।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।

0
Updated: 1 day ago