ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
A
২
B
৩
C
৪
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
ভাষা একটি সংগঠিত পদ্ধতি যা মূলত চারটি মৌলিক উপাদানে গঠিত:
১. ধ্বনি (Phonology) – শব্দের ধ্বনিগত গঠন।
২. অর্থ (Semantics) – শব্দ বা বাক্যের অর্থ।
৩. ব্যাকরণ (Grammar/Syntax) – শব্দের সঠিক বিন্যাস ও গঠন।
৪. প্রয়োগ (Pragmatics) – বাক্য বা ভাষার ব্যবহারিক দিক ও প্রাসঙ্গিকতা।
এই উপাদানগুলো মিলেই একটি ভাষাকে পূর্ণতা প্রদান করে।

0
Updated: 2 months ago
কোনটি দন্ত্য ব্যঞ্জন?
Created: 23 hours ago
A
ত
B
ন
C
ল
D
র
দন্ত্য ব্যঞ্জনধ্বনি হলো সেইসব ধ্বনি, যেগুলো উচ্চারণ করতে জিভের ডগা উপরের দাঁতের সঙ্গে মিলিত হয়ে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে। এ কারণে এগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলা হয়।
-
দন্ত্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দাঁতের সঙ্গে ঠেকে যায়।
-
উদাহরণ: ত, থ, দ, ধ – যেমন তাল, থালা, দাদা, ধান।
অন্যদিকে, জিভ দাঁতের গোড়া বা মূলে ঠেকালে যে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, তাকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন।
-
উদাহরণ: ন, র, ল, স – যেমন নানা, রাত, লাল, সালাম।

0
Updated: 23 hours ago
'তোয়ালে এবং পাউরুটি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
Created: 1 week ago
A
তৎসম ভাষা হতে
B
আরবি ভাষা হতে
C
পর্তুগিজ ভাষা হতে
D
ওলন্দাজ ভাষা হতে
🔎 বাখ্যা:
-
বাংলা ভাষায় বিদেশি ভাষা থেকে বহু শব্দ এসেছে। তার মধ্যে পর্তুগিজ ভাষা থেকেও বেশ কিছু শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।
-
যেমন: তোয়ালে ও পাউরুটি সরাসরি পর্তুগিজ ভাষা থেকে এসেছে।
-
শুধু তাই নয়, আরও অনেক দৈনন্দিন ব্যবহৃত শব্দ যেমন—কামরা, গির্জা, গুদাম, আনারস, চাবি, জানালা, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম—এসবও পর্তুগিজ ভাষা থেকে আগত।
-
এভাবে দেখা যায়, বিদেশি সংস্পর্শ ও বাণিজ্যের কারণে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে এবং নতুন নতুন শব্দে ভাণ্ডার প্রসারিত হয়েছে।
সুতরাং “তোয়ালে, পাউরুটি” সহ উপরের শব্দগুলো পর্তুগিজ উৎসজাত শব্দ।

0
Updated: 1 week ago
'সংজ্ঞা' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago