জিডিপি বা মোট দেশজ উৎপাদন গণনায় নিচের কোনটি পরিমাপ করা হয়?
A
শুধু দেশীয় নাগরিকদের আয়
B
চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
C
সরকারি ও বেসরকারি মোট আয়
D
প্রাথমিক দ্রব্য ও সেবার মূল্য
উত্তরের বিবরণ
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি।
মূল বিষয়সমূহ:
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত: দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয়।
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত নয়: বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের প্রেরিত অর্থ।
-
অর্থাৎ, GDP = মোট জাতীয় উৎপাদন (GNP) + উক্ত দেশে অবস্থানকারী বিদেশিদের অর্জিত আয় – বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়।
সংজ্ঞা ব্যাখ্যা:
-
কোনো নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং দেশের ভেতরে অবস্থানরত বিদেশিরা যে আয় অর্জন করেছে তা অন্তর্ভুক্ত করা হয়।
-
একই সময়ে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যা দেশে প্রেরিত হচ্ছে, তা বাদ দেয়া হয়।
তথ্যসূত্র:

0
Updated: 4 hours ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 1 day ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।

0
Updated: 1 day ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 1 week ago
ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ কাকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ উপাধি প্রদান করেছিলেন?
Created: 4 days ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
শামসুদ্দীন ইলিয়াস শাহ
C
আলাউদ্দিন হোসেন শাহ
D
ফখরুদ্দীন মুবারক শাহ
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ 'সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন এবং তাঁর শাসনকালে পূর্ব ও দক্ষিণ বঙ্গ তখন তার রাজ্যের বাইরে ছিল।
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ:
-
১৩৫২ সালে ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করে দুই বাংলাকে একত্রিত করেন।
-
সোনারগাঁও অধিকার করার মাধ্যমে তিনি সারা বাংলার সুলতান হন।
-
তাঁর পূর্বে কোনো মুসলমান সুলতান এই গৌরব অর্জন করতে পারেননি।
-
ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ', 'শাহ-ই-বাঙ্গালিয়ান' এবং 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধিতে ভূষিত করেন।
উল্লেখযোগ্য:
-
১৩৫২ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র এবং সোনারগাঁও-এর শাসক ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে পূর্ব বঙ্গে রাজ্য সম্প্রসারণ করেন।
-
লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও অধিকার করার মাধ্যমে ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতি হন।
-
এই বিরল গৌরব পূর্বে কোনো মুসলমান শাসক অর্জন করতে পারেননি।
-
এ কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ' এবং 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধিতে ভূষিত করেন।
সূত্র:

0
Updated: 4 days ago