সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
A
১৯৭৫ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৯০ সালে
উত্তরের বিবরণ
SAARC
SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: SAARC ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
সার্কের সদর দপ্তর কোথায়?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
নয়াদিল্লী
C
কলম্বো
D
কাঠমান্ডু
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ), দায়িত্বকাল: ১৬ জানুয়ারি ১৯৮৭ – ১৫ অক্টোবর ১৯৮৯
-
সদরদপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
সদস্য দেশ (বর্তমান ৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলংকা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়) -
প্রথম সার্ক সম্মেলন: ৭–৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রতিষ্ঠাতা সদস্য: মূল ৭টি দেশ (আফগানিস্তান পরে যোগ হয়)
উৎস: SAARC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সার্ক প্রতিষ্ঠিত হয়:
Created: 3 weeks ago
A
১৯৮২
B
১৯৮৫
C
১৯৮৪
D
১৯৮৩
সার্ক (SAARC)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা)।
-
প্রতিষ্ঠা: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, ঢাকা।
-
দফতর: কাঠমান্ডু, নেপাল।
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)।
-
বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ৮টি দেশ।
সদস্য দেশসমূহ:
-
প্রাথমিক প্রতিষ্ঠাতা সদস্য (৭টি): বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ।
-
সর্বশেষ সদস্য: আফগানিস্তান (যোগদান: ৩ এপ্রিল ২০০৭)।
সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, এবং রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক ফোরাম।
সূত্র: SAARC ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
১৯৮৫ সালে ঢাকায়
B
১৯৮৩ সালে দিল্লীতে
C
১৯৮৪ সালে কলম্বোতে
D
১৯৮৬ সালে মালেতে
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা, বাংলাদেশ।
-
সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
-
বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য দেশ সংখ্যা: ৭টি।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ৮টি।
-
সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান যোগদান করেছে ২০০৭ সালের ৩ এপ্রিল।
তথ্যসূত্র: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago