'To get along with' means—
A
to adjust
B
to interest
C
to accompany
D
to walk
উত্তরের বিবরণ
To get along with (one) একটি বহুল ব্যবহৃত phrasal verb, যা বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এর মূল অর্থ হলো সুসম্পর্ক বজায় রাখা, তবে আরো কিছু অর্থও রয়েছে। নিচে তা তুলে ধরা হলো
-
Meaning
-
Have a harmonious or friendly relationship = সুসম্পর্ক বজায় রাখা
-
Manage to live or survive = টিকে থাকা বা বেঁচে থাকা
-
Go away; leave = চলে যাওয়া বা প্রস্থান করা
-
-
বাংলা অর্থ
সুসম্পর্ক রক্ষা করা -
প্রায় সমার্থক শব্দ
-
to adjust = খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া
-
-
অন্যদিকে সম্পর্কিত কিছু শব্দ
-
to interest = মনোযোগ আকর্ষণ করা
-
to accompany = সঙ্গী হওয়া
-
to walk = হাঁটা
-
0
Updated: 1 month ago
'By and large' means—
Created: 1 month ago
A
everywhere
B
very large
C
mostly
D
far away
By and large একটি phrase, যার ব্যবহার মূলত সামগ্রিক অর্থ প্রকাশ করতে হয়। এটি কোনো বিষয়কে সার্বিকভাবে বা মোটামুটি বিবেচনায় বোঝাতে ব্যবহৃত হয়।
-
English Meaning: on the whole, everything considered
-
Bangla Meaning: মোটকথা, সামগ্রিকভাবে, মূলত
-
Example Sentence: Mammals have, by and large, bigger brains than reptiles
Synonyms:
-
On the whole
-
Generally
-
Altogether
-
Taking everything into consideration
-
Overall
-
Usually
-
Normally
-
Ordinarily
-
Almost always
-
Customarily
-
Habitually
-
Typically
-
Mainly
-
Mostly (প্রধানত)
-
Basically
-
Chiefly
-
Predominantly
-
Principally
-
Substantially
অন্যদিকে কিছু শব্দের অর্থ হলো:
-
everywhere = সর্বত্র
-
very large = অনেক বড়
-
far away = অনেক দূরে
0
Updated: 1 month ago
The phrasal verb "set in" means -
Created: 4 weeks ago
A
To attack someone.
B
To write or print something.
C
To begin.
D
To arrange or organize something.
Correct answer: To begin.
• Phrasal verb "set in":
-
English Meaning: To begin.
-
Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।
• Examples:
-
This rain looks as if it has set in for the rest of the day.
-
In winter, darkness sets in so early!
• Other options:
-
set on/upon somebody: To attack someone – আক্রমণ করা।
-
set (something) down: To write or print something, especially to record it in a formal document – লিখে নেওয়া।
-
set (something) up: To establish or create something – স্থাপন করা; প্রতিষ্ঠা করা।
0
Updated: 4 weeks ago
To complete the sentence 'A businessman has set ____ this school', we need-
Created: 2 days ago
A
down
B
up
C
for
D
out
বাক্যটি “A businessman has set ____ this school”–এ সঠিক preposition হবে “up”, কারণ এখানে “set up” একটি phrasal verb, যার অর্থ হলো প্রতিষ্ঠা করা বা গঠন করা। এই কারণে “A businessman has set up this school” অর্থ দাঁড়ায়—“একজন ব্যবসায়ী এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।” নিচে বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝানো হলো।
-
Set up মানে হলো কোনো কিছু শুরু করা, প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। যেমন—They set up a company last year অর্থ “তারা গত বছর একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিল।”
-
“Set up” সাধারণত ব্যবহৃত হয় organization, business, school, project বা institution ইত্যাদির ক্ষেত্রে।
-
এই phrasal verbটি causative অর্থ প্রকাশ করে—অর্থাৎ কেউ নিজে কাজটি না করলেও তার উদ্যোগে সেটি ঘটে। যেমন, একজন ব্যবসায়ী নিজে স্কুল পরিচালনা না করলেও তিনি সেটি প্রতিষ্ঠা করতে পারেন।
-
এখানে “set up” বাক্যের tense অনুযায়ী “has set up” (present perfect) আকারে ব্যবহৃত হয়েছে, যা বোঝায় কাজটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এর প্রভাব এখনও বর্তমান।
অন্য বিকল্পগুলোর ভুল হওয়ার কারণ—
-
Set down মানে হলো লিখে রাখা বা স্থাপন করা। যেমন—He set down his thoughts in a diary. এটি প্রতিষ্ঠার অর্থ দেয় না।
-
Set for সাধারণভাবে ব্যবহৃত হয় না; “set for” মানে হতে পারে প্রস্তুত থাকা, যেমন She is set for the exam, যা এই বাক্যে মানানসই নয়।
-
Set out মানে হলো যাত্রা শুরু করা বা ব্যাখ্যা করা। যেমন—They set out for Dhaka early in the morning. এটি স্কুল প্রতিষ্ঠার অর্থ প্রকাশ করে না।
অতএব, “A businessman has set up this school” বাক্যে up ব্যবহৃত হওয়াই সঠিক, কারণ এখানে ব্যবসায়ী একজন প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যা “set up” অর্থাৎ establish শব্দটির প্রকৃত ভাব প্রকাশ করে।
0
Updated: 2 days ago