Exercise regularly in order to stay fit. (compound)
A
Exercise regularly and you will stay fit.
B
Exercise regularly or stay fit.
C
Exercise regularly but stay fit.
D
Regular exercise and should stay fit.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ক) Exercise regularly and you will stay fit.
Simple → Compound রূপান্তরের নিয়ম:
-
Simple sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win) কোনো উদ্দেশ্য প্রকাশ করে, অথবা in order to ব্যবহৃত হয়, তাহলে Compound sentence-এ রূপান্তরের সময়:
-
to + verb থাকলে "to" বাদ দিতে হবে এবং বাক্যের প্রথম অংশকে Imperative Sentence হিসেবে রূপান্তর করতে হবে।
-
এরপর and (you will) বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশ যুক্ত করতে হবে।
-
in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় and (you will) বসাতে হবে।
-
Examples:
-
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed. -
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money. -
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options ব্যাখ্যা:
-
খ) Exercise regularly or stay fit. → "or" ব্যবহারে অর্থ দাঁড়ায়: নিয়মিত ব্যায়াম করো নয়তো ফিট থাকো; মূল বাক্যের অর্থের সাথে মেলে না।
-
গ) Exercise regularly but stay fit. → "but" ব্যবহার অনর্থক; এখানে কোনো বিপরীত ভাব নেই।
-
ঘ) Regular exercise and should stay fit. → ব্যাকরণগতভাবে ভুল; “and should stay fit” অংশের আগে subject নেই।

0
Updated: 4 hours ago
Choose the compound sentence of: "Unless you hurry, you will miss the bus."
Created: 1 month ago
A
Hurry or you will miss the bus.
B
You must hurry and catch the bus.
C
If you don’t hurry, the bus will miss you.
D
You may miss the bus because you are late.
Correct Answer
ক) Hurry or you will miss the bus.
Explanation:
-
মূল বাক্যটি Complex, কারণ এখানে conditional clause রয়েছে যা "Unless" দিয়ে শুরু হয়েছে (অর্থাৎ "if not")।
-
এটিকে Compound Sentence করতে হলে "unless" বাদ দিয়ে দুটি independent clause ব্যবহার করতে হবে এবং সেগুলোকে coordinating conjunction "or" দিয়ে যুক্ত করতে হবে।
-
Complex: Unless you hurry, you will miss the bus.
-
Compound: Hurry or you will miss the bus.
Other Options
খ) You must hurry and catch the bus. → নির্দেশমূলক বাক্য, কিন্তু compound নয়।
গ) If you don’t hurry, the bus will miss you. → অর্থ পরিবর্তন হয়ে গেছে, তাই ভুল।
ঘ) You may miss the bus because you are late. → কারণ-ফল সম্পর্ক, compound নয়।

0
Updated: 1 month ago
Hardly ______ the gate when the dog jumped over it.
Created: 1 week ago
A
I closed
B
I had closed
C
had I closed
D
have I closed
Complete Sentence:
Hardly had I closed the gate when the dog jumped over it.
বিশ্লেষণ:
-
এখানে Hardly had যুক্ত অংশটি Past Perfect Tense এ আছে → Hardly had I closed…
-
এরপর clause শুরু হয়েছে when দিয়ে এবং তা Past Indefinite Tense এ → the dog jumped…
-
অর্থ দাঁড়াচ্ছে: আমি গেট বন্ধ করা মাত্রই কুকুরটি সেটার উপর দিয়ে লাফ দিলো।
Grammar Rule (Hardly/Scarcely/No sooner):
-
Structure:
-
Hardly/Scarcely had + subject + past participle + when + past indefinite
-
No sooner had + subject + past participle + than + past indefinite
-
সহজ কৌশল:
-
Hardly/Scarcely → when
-
No sooner → than
-
প্রথম clause → Past Perfect
-
দ্বিতীয় clause → Past Indefinite
উদাহরণ:
-
Hardly had she entered the room when the bell rang.
-
Scarcely had they finished dinner when the guests arrived.
-
No sooner had I reached the station than the train left.

0
Updated: 1 week ago
You had better ____ now.
Created: 1 month ago
A
to go
B
going
C
gone
D
go
Correct Answer: ঘ) go
ব্যাখ্যা:
-
Had better একটি modality phrase, যার পর bare infinitive (verb-এর মূল রূপ) ব্যবহার হয়।
-
এখানে: go → মূল verb
-
অর্থ: You had better go now. → "তোমার এখনই যাওয়া উচিত।"
-
এটি strong advice বোঝায় এবং ভবিষ্যতের জন্য পরামর্শ বা হুঁশিয়ারির অর্থেও ব্যবহৃত হয়।
-
Note: Had better এর পর কখনই to go, going, বা gone ব্যবহার হয় না।
Other Options:
-
to go – ভুল, কারণ had better এর পর to ব্যবহৃত হয় না।
-
going – ভুল, কারণ present participle এখানে বসে না।
-
gone – ভুল, কারণ past participle এখানে প্রযোজ্য নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago