Choose the correct spelling:
A
Usaurie
B
Usuree
C
Usurie
D
Usury
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ঘ) Usury.
Usury (noun):
-
English Meaning: the practice of lending money to people at unfairly high rates of interest
-
Bangla Meaning: সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চড়া সুদ
Example Sentences:
-
He used to practice usury frequently.
-
Delaware wasted no time in trashing its usury law as well.

0
Updated: 4 hours ago
He had left the office before the manager _____.
Created: 1 week ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 1 week ago
Questions 36 to 40: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Known for his _____ wit, the writer could make even the harshest criticism sound charming.
Created: 1 week ago
A
affable
B
sardonic
C
caustic
D
insular
• Complete sentence:
Known for his sardonic wit, the writer could make even the harshest criticism sound charming.
-
Bangla meaning: তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রসবোধের জন্য পরিচিত ওই লেখক এমনকি সবচেয়ে কঠোর সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তুলতে পারতেন।
• Given options:
-
ক) affable — শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক
-
খ) sardonic — বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ
-
গ) caustic — তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক (lacks the implied charm)
-
ঘ) insular — দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ
-
ঙ) genial — সদয়; সহানুভূতিশীল; মিশুক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — খ) sardonic
-
কারণ বাক্যটি এমন একজন লেখকের বর্ণনা দেয় যার বুদ্ধি "কঠোরতম সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তোলে"। এর জন্য এমন একটি শব্দ প্রয়োজন যা তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক হাস্যরসকে চতুর বা বিদ্রূপাত্মক ধারার সাথে প্রকাশ করে।
-
'Sardonic wit' এমন ধরনের রসবোধ যা হাস্যরসের আড়ালে ব্যঙ্গ বা কটাক্ষ প্রকাশ করে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Which of the following is a synonym of “gaudy”?
Created: 1 week ago
A
Muted
B
Understated
C
Plain
D
Ornate
The closest in meaning to 'Gaudy' is Ornate.
Gaudy (adjective)
-
English Meaning: Extravagantly bright or showy, typically so as to be tasteless.
-
Bangla Meaning: চকচকে; অতিরঞ্জিত; ফালতুভাবে সাজানো।
অপশন আলোচনা:
-
Muted – শান্ত; মৃদু রঙের; কম চকমকে।
-
Understated – সংযমিত; সরলভাবে প্রকাশিত।
-
Plain – সাধারণ; সরল; অতিরঞ্জিত নয়।
-
Ornate – অতি-সাজানো; ঝকঝকে; চকমকে। ✅
Source:
-
Merriam-Webster.
-
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago