Choose the correct spelling:
A
Usaurie
B
Usuree
C
Usurie
D
Usury
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ঘ) Usury.
Usury (noun):
-
English Meaning: the practice of lending money to people at unfairly high rates of interest
-
Bangla Meaning: সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চড়া সুদ
Example Sentences:
-
He used to practice usury frequently.
-
Delaware wasted no time in trashing its usury law as well.
0
Updated: 1 month ago
Find out the active form of the sentence: "By whom can our country be saved?"
Created: 1 month ago
A
Who can save our country?
B
Our country has been saved by who?
C
Who save our country?
D
Who will save our country?
Passive voice-এ By whom ব্যবহৃত হলে তাকে active voice-এ রূপান্তর করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ধাপে ধাপে নিয়মগুলো হলো—
-
Subject হিসেবে Who বসবে।
-
যদি modal auxiliary থাকে, তবে তা who এর পরে বসবে। এখানে can ব্যবহৃত হয়েছে।
-
be বাদ যাবে।
-
বাদ যাওয়া be verb যে form-এ ছিল, মূল verb সেই form-এ বসবে। এখানে be verb base form-এ ছিল, তাই মূল verb-ও base form (save) আকারে বসবে।
-
Passive voice-এর subject object হয়ে যাবে। এখানে সেটা Our country।
এই নিয়মগুলো অনুসারে সঠিক উত্তর হবে Who can save our country?
0
Updated: 1 month ago
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
Created: 1 month ago
A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Vaccum
B
Vacuum
C
Vacume
D
Vaccume
• Vacuum (Noun, Verb, Adjective)
-
English meaning: A space entirely empty of matter, including air or any other gas; also used as a verb meaning to clean with a vacuum cleaner.
-
Bangla meaning: সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্য; শূন্যায়ন করা।
• Example sentences:
-
The scientist worked in a vacuum to prevent contamination.
-
বিজ্ঞানী দূষণ এড়াতে বাতাসহীন বা শূন্যস্থানে কাজ করছিল।
-
-
She vacuumed the carpet thoroughly before the guests arrived.
-
অতিথির আগমনের আগে তিনি কার্পেটটি ভালোভাবে শূন্যায়ন করলেন।
-
-
In space, objects move freely in a vacuum.
-
মহাকাশে বস্তুগুলি শূন্যস্থানে স্বাধীনভাবে চলতে থাকে।
-
0
Updated: 1 month ago