১৯৯০ এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
A
স্কটল্যান্ড
B
আয়ারল্যান্ড
C
নেদারল্যান্ড
D
সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
১৯৯০ এর দশকে ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে বেলফাস্ট চুক্তির (Belfast Agreement) মাধ্যমে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে।
বেলফাস্ট চুক্তির সংক্ষিপ্ত বিবরণ:
চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮
-
কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯
-
স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
-
পক্ষ: যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকার, এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল
চুক্তির মূল উদ্দেশ্য:
শান্তি প্রতিষ্ঠা: ক্যাথলিক জাতীয়তাবাদী ও প্রটেস্টান্ট ইউনিয়নিস্টদের মধ্যে দীর্ঘ সংঘর্ষ অবসান
-
সংবিধানিক কাঠামো নির্ধারণ: উত্তর আয়ারল্যান্ডে নতুন রাজনৈতিক শাসনব্যবস্থা গঠন
-
সশস্ত্র সংঘাতের ইতি টানা: ‘The Troubles’ নামে পরিচিত সহিংসতা বন্ধ
এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: Britannica.
0
Updated: 3 months ago
Related MCQ
১৯৯০ এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
Created: 3 months ago
A
স্কটল্যান্ড
B
আয়ারল্যান্ড
C
নেদারল্যান্ড
D
সুইজারল্যান্ড
১৯৯০ এর দশকে ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে বেলফাস্ট চুক্তির (Belfast Agreement) মাধ্যমে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে।
বেলফাস্ট চুক্তির সংক্ষিপ্ত বিবরণ:
চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮
-
কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯
-
স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
-
পক্ষ: যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকার, এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল
চুক্তির মূল উদ্দেশ্য:
শান্তি প্রতিষ্ঠা: ক্যাথলিক জাতীয়তাবাদী ও প্রটেস্টান্ট ইউনিয়নিস্টদের মধ্যে দীর্ঘ সংঘর্ষ অবসান
-
সংবিধানিক কাঠামো নির্ধারণ: উত্তর আয়ারল্যান্ডে নতুন রাজনৈতিক শাসনব্যবস্থা গঠন
-
সশস্ত্র সংঘাতের ইতি টানা: ‘The Troubles’ নামে পরিচিত সহিংসতা বন্ধ
এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 3 months ago
মোট কয়টি দেশের সমন্বয়ে Warsaw Pact গঠিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
৬টি
B
৭টি
C
৮টি
D
৯টি
ওয়ারশ চুক্তি, বা Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance, হলো একটি প্রতিরক্ষা ও সহযোগিতা চুক্তি।
-
স্বাক্ষরিত হয়: ১৪ মে, ১৯৫৫।
-
স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
-
সদস্য সংখ্যা: ৮টি দেশ (সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া)।
-
উদ্দেশ্য: পশ্চিমা দেশ (বিশেষত ন্যাটো)-এর বিরুদ্ধে সামরিক সুরক্ষা প্রদান এবং পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বৃদ্ধি করা।
-
এটি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব শক্তিশালী করতে সাহায্য করেছিল।
-
আলবেনিয়া ১৯৬৮ সালে এই জোট থেকে সরে যায়।
ওয়ারশ চুক্তির নামকরণ করা হয়েছে পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ-এর নাম অনুসারে।
-
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
-
মূলত ন্যাটো জোটের বিপরীতে সামরিক জোট হিসেবে ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি গঠন করা হয়।
-
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর ১৯৯১ সালের ডিসেম্বরে চুক্তিটি ভেঙে যায়।
-
১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়।
-
চেকোস্লোভাক রাষ্ট্রপতি ভ্যাক্লাভ হ্যাভেল ১৯৯১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করেন।
0
Updated: 3 weeks ago
গণহত্যা সনদ (Genocide Convention) কবে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৮ সালে
B
১৯৪৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৫১ সালে
গণহত্যা সনদ (Genocide Convention)
-
পূর্ণ নাম: Convention on the Prevention and Punishment of the Crime of Genocide
-
ধরণ: একটি আন্তর্জাতিক আইন
-
প্রথম সংজ্ঞা: এই সনদেই প্রথমবারের মতো "গণহত্যা (Genocide)" অপরাধকে আইনগতভাবে সংজ্ঞায়িত করা হয়।
-
স্বাক্ষরের তারিখ: ৯ ডিসেম্বর, ১৯৪৮
-
কার্যকর হওয়ার তারিখ: ১২ জানুয়ারি, ১৯৫১
-
মূল উদ্দেশ্য:
-
গণহত্যা প্রতিরোধ করা
-
গণহত্যার অপরাধীদের আন্তর্জাতিক আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৮ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার মাধ্যমে এই সনদ চূড়ান্ত করা হয়।
-
সনদে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী:
-
“জাতিগত, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হবে।”
-
গণহত্যা যুদ্ধকালীন সময়েও এবং শান্তিকালীন সময়েও সংঘটিত হতে পারে।
-
তবে রাজনৈতিক হত্যাকাণ্ড বা তথাকথিত সাংস্কৃতিক গণহত্যা এই সনদের আওতাভুক্ত নয়।
-
উৎস:
i) International Committee of the Red Cross (ICRC)
ii) UN Treaty Collection (UNTC)
0
Updated: 1 month ago