Will the teacher be guiding the students? (passive)
A
Will the students be being guided by the teacher?
B
Will the students guided by the teacher?
C
Will the students being guided by the teacher?
D
Will be being guided the students by the teacher?
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ক) Will the students be being guided by the teacher?
Interrogative Passive Voice নিয়ম:
-
Active Interrogative: Shall/Will + S + be + V(ing) + O?
-
উদাহরণ: Will the teacher be guiding the students?
-
-
Passive Interrogative: Shall/Will + S + be being + V (p.p.) + by + O?
-
উদাহরণ: Will the students be being guided by the teacher?
-
আরও উদাহরণ:
-
Active: Will Rubel be teaching his brother?
Passive: Will his brother be being taught by Rubel?
Other options ব্যাখ্যা:
-
খ) Will the students guided by the teacher? → ভুল গঠন।
-
গ) Will the students being guided by the teacher? → ভুল গঠন।
-
ঘ) Will be being guided the students by the teacher? → অপ্রাসঙ্গিক ও ব্যাকরণগতভাবে ভুল।
0
Updated: 1 month ago
Which of the following pairs represents an incorrect antonym?
Created: 1 month ago
A
Squander: Conserve
B
Lucrative: Unfavorable
C
Scuttle: Slowness
D
Vituperative: Invective
• The incorrect antonym pair is — ঘ) Vituperative: Invective
-
Vituperative (গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ) এবং Invective (দুর্বাক্য; কটুকাটব্য; গালিগালাজ) পরস্পর সমার্থক, বিপরীতার্থক নয়।
• Other options:
-
ক) Squander ((সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা) ↔ Conserve (সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা)
-
খ) Lucrative (লাভজনক; আর্থিকভাবে লোভনীয়) ↔ Unfavorable (প্রতিকূল; অসন্তোষজনক)
-
গ) Scuttle (দ্রুত প্রস্থান; তড়িঘড়ি করে পালানো) ↔ Slowness (ধীর; মন্থর)
-
এই শব্দগুলো পরস্পর বিপরীতার্থক (antonyms)।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
The suffix 'hood' can added to-
Created: 1 month ago
A
friend
B
honest
C
parent
D
wide
সঠিক উত্তর: গ) parent + [-hood] → parenthood
ব্যাখ্যা:
-
এখানে parent হলো মূল শব্দ এবং এর সাথে -hood suffix যুক্ত হয়েছে।
-
parenthood মানে হলো পিতৃত্ব বা মাতৃত্বের অবস্থা।
-
Word-এর মূল অংশের (root) ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে suffix বলা হয়।
-hood [suffix]:
-
English meaning: used to form nouns describing the state of being a particular thing
-
উদাহরণ: parent + hood = parenthood → the state of being a parent
অন্যান্য বিকল্প:
-
ক) friend + [-hood] → ভুল, এই সংযোজন শব্দগঠনসিদ্ধ নয়।
-
খ) honest + [-hood] → ভুল, অর্থবোধক শব্দ তৈরি হয় না।
-
ঘ) wide + [-hood] → ভুল, ব্যবহারযোগ্য শব্দ তৈরি হয় না।
0
Updated: 1 month ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 month ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।
0
Updated: 1 month ago