What is the meaning of the word "Tenuous"?
A
Strongly connected
B
Slight or weak
C
Financially unstable
D
Loud and forceful
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – খ) Slight or weak.
Tenuous (adjective):
-
English Meaning: A tenuous connection, idea, or situation is weak and possibly does not exist
-
Bangla Meaning: ক্ষীণ; সরু
Synonyms:
-
Paltry (তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন)
-
Slender (সরু)
-
Frail (দুর্বল; নাজুক; পলকা; ক্ষণস্থায়ী; রোগা)
Antonyms:
-
Valid (সঠিক, আনুষ্ঠানিকতাসহ কার্যকর; বৈধ)
-
Solid (দৃঢ়, কঠিন; তরল বা বায়বীয় নয়)
-
Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত; সুদৃঢ়; সংহত)
Example Sentences:
-
Their relationship was based on a tenuous understanding.
-
The evidence for his claim is very tenuous.

0
Updated: 4 hours ago
Change into indirect speech:
He said, “Don’t make noise.”
Created: 1 month ago
A
He told that don’t make noise.
B
He requested me not to make noise.
C
He said me not to make noise.
D
He told me to not make noise.
Correct Answer: খ) He requested me not to make noise
ব্যাখ্যা:
-
মূল বাক্য: He said, “Don’t make noise.”
-
এটি একটি imperative sentence (আদেশ/অনুরোধমূলক বাক্য)।
-
Imperative → Indirect speech রূপান্তর নিয়ম:
-
Reporting verb: told, asked, requested (বাক্যের ভাব অনুযায়ী)
-
Negative command: not to + base verb
-
-
যেহেতু এটি নম্র অনুরোধ, তাই requested ব্যবহার করা হয়েছে।
-
সঠিক indirect sentence:
He requested me not to make noise.
Other Options:
-
He told that don’t make noise – ভুল, কারণ told এর পরে object (me) থাকা উচিত এবং that এখানে প্রযোজ্য নয়।
-
He said me not to make noise – ভুল, কারণ said এর পরে object (me) আসা grammatically ভুল; said to me হলে চলত।
-
He told me to not make noise – grammatical ভুল নয়, কিন্তু not to প্রমিত ও গ্রহণযোগ্য।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Verb of 'Number' is __
Created: 3 weeks ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 3 weeks ago
‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
Created: 1 week ago
A
infinitive
B
gerund
C
participle
D
verbal noun
I will not let you go. Here 'go' is - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, go verb-টি to-বিহীন infinitive form.
সুতরাং, সঠিক উত্তর infinitive.

0
Updated: 1 week ago