সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
A
৪√৩ বর্গমিটার
B
১৬√৩ বর্গমিটার
C
৩২√৩ বর্গমিটার
D
৬৪√৩ বর্গমিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪)×a২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২
= (√৩/৪) × (৮)২
= (√৩/৪) × ৮ × ৮
= ১৬√৩
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার।

0
Updated: 4 hours ago
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১৮৪৯ বর্গমিটার। বাগানের চারপাশে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত হবে?
Created: 3 weeks ago
A
১৭২ মিটার
B
১৪৪ মিটার
C
১২৯ মিটার
D
১৬২ মিটার
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১৮৪৯ বর্গমিটার। বাগানের চারপাশে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = (√১৮৪৯)
= ৪৩ মিটার
আবার,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বাহু
= (৪ × ৪৩) মিটার
= ১৭২ মিটার
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ১৭২ মিটার।

0
Updated: 3 weeks ago
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
Created: 1 week ago
A
৭৫°
B
৫২.৫°
C
৬০°
D
৯০°
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২
কোণগুলি হল ৫ক, ৭ক, ১২ক
প্রশ্নমতে,
৫ক + ৭ক + ১২ক = ১৮০
⇒ ২৪ক = ১৮০
∴ ক = ৭.৫
∴ বৃহত্তম কোণ = ১২ক = ১২ × ৭.৫ = ৯০°

0
Updated: 1 week ago
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
Created: 1 week ago
A
110°
B
100°
C
90°
D
80°
প্রশ্ন: ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
সমাধান:

ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°
∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে।
∴ ∠ACD = ∠BCD = 30°
∴ ∠CDA = 180° - 30° - 40°
= 110°

0
Updated: 1 week ago