একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
A
60°
B
90°
C
120°
D
180°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
সমাধান:
সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা n হলে,
অন্তঃকোণ = {(n - 2) × 180°}/n
= {(6 - 2) ×180°}/6
= (4 ×180°)/6
= 120° ।

0
Updated: 4 hours ago
একটি বৃত্তের ব্যাস 10% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
Created: 1 month ago
A
10%
B
21%
C
44%
D
30%

0
Updated: 1 month ago
১৩ সে.মি ব্যাসার্ধের কেন্দ্র হতে ৫ সে.মি দূরত্বে অবস্থিত জ্যা- এর দৈর্ঘ্য কত?
Created: 4 hours ago
A
১২ সে.মি
B
১৬ সে.মি
C
১৮ সে.মি
D
২৪ সে.মি
প্রশ্ন: ১৩ সে.মি ব্যাসার্ধের কেন্দ্র হতে ৫ সে.মি দূরত্বে অবস্থিত জ্যা- এর দৈর্ঘ্য কত?
সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে ৫, ১২ ও ১৩
যেখানে,

∴ ব্যাসার্ধ = অতিভুজ = ১৩ সে.মি
অর্ধ-জ্যা = ভূমিবাহু = ১২ সে.মি
কেন্দ্র থেকে দূরত্ব = লম্ববাহু = ৫ সে.মি
∴ জ্যা এর দৈর্ঘ্য = ২ × অর্ধ জ্যা
= ২ × ১২ সে.মি
= ২৪ সে.মি।

0
Updated: 4 hours ago
২ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
Created: 4 months ago
A
২৩°
B
(৪৫/২)°
C
২০°
D
(৪৭/২)°
সমাধান:
উৎপন্ন কোণ = ।(11 M - 60 H)/2।° [এখানে, M=30 মিনিট, H= 2 ঘণ্টা ]
= । (১১ × ১৫ - ৬০ × ২)/২।°
= ।(১৬৫ - ১২০)/২।°
=।৪৫/২।°
= (৪৫/২)°

0
Updated: 4 months ago