সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?
A
6
B
5
C
4
D
8
উত্তরের বিবরণ
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120° হলে এর বাহুর সংখ্যা কত?
সমাধান:
{(n - 2) × 180}/n = 120
বা, {(n - 2) × 3}/n = 2
বা, 3n - 6 = 2n
বা, 3n - 2n = 6
∴ n = 6
∴ বহুভুজটির বাহুর সংখ্যা = 6 টি।
0
Updated: 1 month ago
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
১০০ বর্গ সে. মি.
B
১৪৪ বর্গ সে. মি.
C
২০০ বর্গ সে. মি.
D
২৮৮ বর্গ সে. মি.
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গের বাহু = ১০ সে. মি.
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য, a = ১০√২ সে. মি.
∴ a দৈর্ঘ্যের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
= a২
= (১০√২)২
= ১০০ × ২
= ২০০ বর্গ সে. মি.
0
Updated: 2 months ago
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি কত?
Created: 1 month ago
A
420°
B
720°
C
540°
D
560°
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি কত?
কোণগুলোর সমষ্টি হবে = {90 × (2n - 4)}°
= {90 × (2 × 5 - 4)}°
= {90 × (10 - 4)}°
= {90 × 6}°
= 540°
0
Updated: 1 month ago
২৫৯° কোণকে কী কোণ বলে?
Created: 1 month ago
A
প্রবৃদ্ধ কোণ
B
সূক্ষ্মকোণ
C
স্থূলকোণ
D
পূরক কোণ
প্রশ্ন: ২৫৯° কোণকে কী কোণ বলে?
সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
- তাই ২৫৯° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
0
Updated: 1 week ago