Which of the following is an antonym of “Redeem”?
A
Archaic
B
Regain
C
Abandon
D
Clemency
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – গ) Abandon.
Abandon (verb): পরিত্যাগ করা, কোনোকিছু বা কাউকে ছেড়ে দেওয়া।
Redeem (verb):
-
English Meaning:
-
To make somebody/something seem less bad
-
To do something to improve the opinion that people have of you, especially after you have done something bad
-
-
Bangla Meaning:
-
কিছু করে বা অর্থ পরিশোধ করে উদ্ধার করা; পুনরুদ্ধার করা — Redeem a pawned necklace; Redeem one's honour
-
(প্রতিশ্রুতি বা দায়িত্ব) পালন বা রক্ষা করা
-
অর্থ পরিশোধ করে বা মুক্তিপণ দিয়ে মুক্ত করা; ত্রাণ করা — Redeem a slave/prisoner
-
ক্ষতিপূরণ করা; প্রায়শ্চিত্ত করা — His redeeming feature
-
Synonyms:
-
Pay off (পরিশোধ)
-
Restore (পুনরুদ্ধার)
-
Repay (শোধ দেওয়া)
-
Regain (পুনরুদ্ধার করা)
-
Complete (সমাপ্ত করা)
Antonyms:
-
Abandon (পরিত্যাগ করা)
-
Disregard (ছেড়ে দেওয়া)
-
Default (কর্তব্যে অক্ষম হওয়া)
-
Forfeit (ছেড়ে দেওয়া)
Other Forms:
-
Redeemable (adjective) — উদ্ধারযোগ্য; মোচনীয়
-
Redeemer (noun) — যিশুখ্রিষ্ট; ত্রাণকর্তা
-
Redemption (noun) — মুক্তি
Example Sentences:
-
He has a chance to redeem himself after last week's mistakes.
-
Owners could continue to redeem their silver certificates without let or hindrance.
Other options:
-
Archaic (প্রাচীন; সেকেলে)
-
Clemency (ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা)

0
Updated: 5 hours ago
Identify the word that can be used as both singular and plural:
Created: 1 week ago
A
wood
B
issue
C
fish
D
light
Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে।
- কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে।
- plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়।
• Issue-এর plural form issues
• Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়।
• কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি।
- এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে।
- অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না।
- তাই, সঠিক উত্তর fish.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 week ago
I prefer walking ___ driving in the city.
Created: 3 weeks ago
A
to
B
by
C
than
D
of
Correct Answer: to
Complete Sentence:
-
I prefer walking to driving in the city.
ব্যাখ্যা:
-
Prefer (someone or something) to (someone or something else)
-
English meaning: To choose or want one thing rather than another
-
Bangla meaning: অধিক পছন্দ করা
-
-
দুইটি জিনিসের মধ্যে আপেক্ষিকভাবে একটি জিনিস বেশি পছন্দ করতে Prefer এর পর সর্বদা to ব্যবহার করা হয়।
-
Grammatical structure: prefer + [verb/gerund/noun] + to + [verb/gerund/noun]
-
এখানে walking তুলনায় driving বেশি পছন্দ করা বোঝাতে to সঠিক।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
খ) by: মাধ্যম বোঝাতে ব্যবহৃত হয় (e.g., by car, by train) — এখানে প্রযোজ্য নয়।
-
গ) than: "prefer" নয়, এটি comparative বা rather than স্ট্রাকচারের জন্য ব্যবহৃত হয়।
-
ঘ) of: ownership বা অংশ বোঝাতে ব্যবহৃত হয় — এখানে অনুপযুক্ত।
আরও উদাহরণ:
-
I prefer writing to reading.
-
He prefers milk to tea.
-
Elmee prefers mutton to beef.
📚 Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago
Which one of these is a common salutation used at the beginning of a letter?
Created: 7 hours ago
A
Best wishes
B
With love
C
Have a good day
D
Hello
সঠিক উত্তর হলো Hello।
Salutation সাধারণত দুটি অংশে গঠিত হয়—
-
সম্বোধন শব্দ: যেমন Dear, Hello, To Whom It May Concern ইত্যাদি।
-
প্রাপক বা ব্যক্তির নাম: যেমন Sir, Madam, Mr. Rahman ইত্যাদি।
কিছু সাধারণ Salutation
-
Formal (আনুষ্ঠানিক):
-
Dear Sir/Madam,
-
Respectfully yours,
-
Sincerely,
-
Yours faithfully,
-
-
Informal (অনানুষ্ঠানিক):
-
Hi [Name]!
-
Hello [Name]!
-
একটি Formal Letter/Official Letter/Application-এর ৬টি অংশ থাকে
-
Heading: Date, Designation (পদবী) এবং Recipient-এর Address।
-
Salutation (সম্বোধন): যেমন Dear Sir/Madam।
-
Body: মূল বক্তব্য।
-
The Subscription: যেমন Yours faithfully/ I remain, Sir।
-
Signature of the Writer।
-
Superscription: খামের উপর বিস্তারিত Designation এবং Address।
অর্থাৎ, Salutation-এর পরে মূল বক্তব্য (Body) লেখা হয়।

0
Updated: 7 hours ago