কোনটি স্বরভক্তির উদাহরণ?
A
ইস্কুল
B
আইজ
C
মাইর
D
শোলোক
উত্তরের বিবরণ
- অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
- ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
- এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
- ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।
- স্কুল > ইস্কুল,
- স্ত্রী > ইস্ত্রী
- স্টেশন > ইস্টেশন
- স্টিমার > ইস্টিমার ইত্যাদি।
0
Updated: 3 months ago
’বলিয়া > বলে’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
অভিশ্রুতি
B
বিষমীভবন
C
অন্তর্হতি
D
সমীভবন
বাংলা ধ্বনিতত্ত্বে অভিশ্রুতি, অন্তর্হতি, বিষমীভবন ও সমীভবন শব্দের উচ্চারণ ও পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়।
-
অভিশ্রুতি:
-
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলা হয়।
-
উদাহরণ: মাছুয়া → মেছো, শুনিয়া → শুনে, বলিয়া → বলে, হাটুয়া → হাউটা
-
-
অন্তর্হতি:
-
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা হয়।
-
উদাহরণ: ফাল্গুন → ফাগুন, ফলাহার → ফলার, আলাহিদা → আলাদা
-
-
বিষমীভবন:
-
দুটি সমবর্ণের মধ্যে একটির পরিবর্তনকে বিষমীভবন বলা হয়।
-
উদাহরণ: শরীর → শরীল, লাল → নাল
-
-
সমীভবন:
-
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে।
-
উদাহরণ: জন্ম → জন্ম, কাঁদনা → কান্না
-
-
এই ধ্বনিগত পরিবর্তনগুলো বাংলা ভাষার উচ্চারণ ও শব্দগঠনে প্রভাব ফেলে এবং ভাষার ধ্বনিসমৃদ্ধি বৃদ্ধি করে।
0
Updated: 1 month ago
'উদ্ধার > উধার > ধার' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 2 months ago
A
অন্ত্যস্বর লোপ
B
মধ্যস্বর লোপ
C
অভিশ্রুতি
D
আদি স্বরলোপ
স্বরলোপের প্রকারভেদ
১. আদি স্বরলোপ
শব্দের প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে।
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ
-
উদ্ধার → উধার → ধার
২. মধ্যস্বর লোপ
শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
অগুরু → অগ্র
-
সুবর্ণ → স্বর্ণ
৩. অন্ত্যস্বর লোপ
শব্দের শেষ স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
আশা → আশ
-
আজি → আজ
-
চারি → চার
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ
0
Updated: 2 months ago
’ফাল্গুন > ফাগুন’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
অভিশ্রুতি
B
বিষমীভবন
C
অন্তর্হতি
D
সমীভবন
বাংলা শব্দতত্ত্বে কিছু ধ্বনিগত পরিবর্তন রয়েছে যা শব্দের উচ্চারণ ও রূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো বোঝার মাধ্যমে শব্দের সঠিক ব্যবহার ও বানান নির্ধারণে সহায়তা পাওয়া যায়।
-
অন্তর্হতি: পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
-
উদাহরণ: ফাল্গুন → ফাগুন, ফলাহার → ফলার, আলাহিদা → আলাদা
-
-
অভিশ্রুতি: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে।
-
উদাহরণ: মাছুয়া → মেছো, শুনিয়া → শুনে, বলিয়া → বলে, হাটুয়া → হাউটা
-
-
বিষমীভবন: দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে।
-
উদাহরণ: শরীর → শরীল, লাল → নাল
-
-
সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে।
-
উদাহরণ: জন্ম → জন্ম, কাঁদনা → কান্না
-
0
Updated: 1 month ago