Raju is taller than Babu. (positive)
A
Babu is taller than Raju.
B
Babu is so tall as Raju.
C
Raju is not so tall as Babu.
D
Babu is not so tall as Raju.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ঘ) Babu is not so tall as Raju.
১. নিয়ম: যখন মাত্র দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, Comparative Degree-এর সাধারণ কাঠামো হলো NP1 + be + Adj. (comparative) + than + NP2 এবং এটিকে Positive Degree-এ রূপান্তর করার নিয়ম হলো NP2 + be + not + so + Adj. + as + NP1 (এখানে NP = Noun Phrase)।
২. উদাহরণসমূহ:
১) Comp.: Raju is taller than Babu.
Pos.: Babu is not so tall as Raju.
২) Comp.: Dina is wiser than Rina.
Pos.: Rina is not so wise as Dina.
৩) Comp.: Bashar is cleverer than Bashet.
Pos.: Bashet is not so clever as Basher.
৪) Comp.: Bithi is taller than Eti.
Pos.: Eti is not so tall as Bithi.
৫) Comp.: Shagar is more attentive than Moti.
Pos.: Moti is not so attentive as Shagar.
৬) Comp.: Biva is more beautiful than Eva.
Pos.: Eva is not so beautiful as Biva.
৭) Comp.: Mamun is more intelligent than Mahmud.
Pos.: Mahmud is not so intelligent as Mamun.
৩. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
ক) Babu is taller than Raju. : ভুল — এটি Comparative Degree-র বাক্য, Positive Degree নয়।
খ) Babu is so tall as Raju. : ভুল — Positive Degree-এ not so ... as কাঠামো লাগে; শুধু so ... as এখানে অর্থবহ বা সঠিক নয়।
গ) Raju is not so tall as Babu. : ভুল — Positive Degree-এ কম গুণের পক্ষ (অর্থাৎ কমদৈর্ঘ্য ব্যক্তি/বস্তুকে) প্রথমে বলা উচিত; তাই এখানে Babu-কে প্রথমে বলা দরকার।

0
Updated: 5 hours ago
Which of the following is an antonym of “Redeem”?
Created: 5 hours ago
A
Archaic
B
Regain
C
Abandon
D
Clemency
সঠিক উত্তর হলো – গ) Abandon.
Abandon (verb): পরিত্যাগ করা, কোনোকিছু বা কাউকে ছেড়ে দেওয়া।
Redeem (verb):
-
English Meaning:
-
To make somebody/something seem less bad
-
To do something to improve the opinion that people have of you, especially after you have done something bad
-
-
Bangla Meaning:
-
কিছু করে বা অর্থ পরিশোধ করে উদ্ধার করা; পুনরুদ্ধার করা — Redeem a pawned necklace; Redeem one's honour
-
(প্রতিশ্রুতি বা দায়িত্ব) পালন বা রক্ষা করা
-
অর্থ পরিশোধ করে বা মুক্তিপণ দিয়ে মুক্ত করা; ত্রাণ করা — Redeem a slave/prisoner
-
ক্ষতিপূরণ করা; প্রায়শ্চিত্ত করা — His redeeming feature
-
Synonyms:
-
Pay off (পরিশোধ)
-
Restore (পুনরুদ্ধার)
-
Repay (শোধ দেওয়া)
-
Regain (পুনরুদ্ধার করা)
-
Complete (সমাপ্ত করা)
Antonyms:
-
Abandon (পরিত্যাগ করা)
-
Disregard (ছেড়ে দেওয়া)
-
Default (কর্তব্যে অক্ষম হওয়া)
-
Forfeit (ছেড়ে দেওয়া)
Other Forms:
-
Redeemable (adjective) — উদ্ধারযোগ্য; মোচনীয়
-
Redeemer (noun) — যিশুখ্রিষ্ট; ত্রাণকর্তা
-
Redemption (noun) — মুক্তি
Example Sentences:
-
He has a chance to redeem himself after last week's mistakes.
-
Owners could continue to redeem their silver certificates without let or hindrance.
Other options:
-
Archaic (প্রাচীন; সেকেলে)
-
Clemency (ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা)

0
Updated: 5 hours ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 3 weeks ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 3 weeks ago
veryone was _______ by her sudden anger.
Created: 3 weeks ago
A
taken aback
B
took a fancy to
C
taken heart
D
taken into account
The correct answer is - ক) taken aback।
- Complete sentence: Everyone was taken aback by her sudden anger.
• Take someone aback
- English Meaning: Shock or surprise someone.
- Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া।
• Example:
- Everyone was taken aback by her sudden anger.
- বাংলা অর্থ: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।
Other options:
• Take a fancy to
- English Meaning: To become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
• Take heart
- English Meaning: To feel encouraged / to gain courage or confidence.
- Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা।
• Take something into account
- English Meaning: Consider something along with other factors before reaching a decision.
- Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

0
Updated: 3 weeks ago