He showed me what he had made. (Passive)
A
He had made what was shown to me.
B
What he made had shown me.
C
What he had made was shown me by him.
D
What he had made has shown by him.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – গ) What he had made was shown me by him.
Passive voice of complex sentence করার সময় বিশেষ নিয়ম মেনে চলতে হয়। Complex sentence-এ একটি clause প্রায়শই subject বা object-এর ভূমিকা পালন করে। তাই—
-
যদি active voice-এর object একটি clause হয়, তবে passive voice-এ সেই clause-টিই subject হবে।
-
আবার active voice-এর subject যদি একটি clause হয়, তবে passive voice-এ সেটি object হবে।
-
clause-এর ভেতরের verb অপরিবর্তিত থাকে।
-
Examples:
-
Act: I know what he thinks.
Pass: What he thinks is known to me. -
Act: He showed me what he had made.
Pass: What he had made was shown me by him. -
Act: She said what she knew.
Pass: What she knew was said by her. -
Act: We will explain why we want to do it.
Pass: Why we want to do it will be explained by us. -
Act: What he has done will save his family.
Pass: His family will be saved by what he has done.
-
Other options ব্যাখ্যা:
-
ক) He had made what was shown to me.
-
অর্থ ও গঠন উভয়ই ভুল।
-
Active ও passive clause-এর অবস্থান সঠিকভাবে পরিবর্তিত হয়নি।
-
-
খ) What he made had shown me.
-
গঠনগতভাবে ভুল।
-
"had shown me" passive-এর সঠিক রূপ নয় এবং সঠিক স্থানে নেই।
-
-
ঘ) What he had made has shown by him.
-
গঠনগত ভুল রয়েছে।
-
এখানে হওয়া উচিত ছিল has been shown by him, কিন্তু সেটি ব্যবহার করা হয়নি।
-
0
Updated: 1 month ago
What is the verb of the word 'Deep'?
Created: 2 months ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
| শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
|---|---|---|---|
| Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
| Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
| Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
| Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is-
Created: 2 months ago
A
Since a stone is rolling, it gathers no moss.
B
Though a stone rolls, it gathers no moss.
C
A stone what rolls gathers no moss.
D
A stone that rolls gathers no moss.
যদি একটি participle যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করতে হয়, তাহলে participle অংশকে subordinate clause এ রূপান্তর করতে হয়, আর বাকির অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
উদাহরণ হিসেবে বিবেচনা করি:
-
প্রদত্ত বাক্য: A rolling stone gathers no moss.
-
এখানে “rolling” হচ্ছে present participle।
-
participle অংশকে subordinate clause এ রূপান্তর করলে এটি হবে: A stone that rolls।
-
মূল বাক্য বা main clause হলো gathers no moss।
অতএব, সঠিক রূপান্তর হবে:
-
Complex sentence: A stone that rolls gathers no moss.
উৎস: সাধারণ ইংরেজি ব্যাকরণ, participle-to-subordinate clause রূপান্তরের নিয়ম।
0
Updated: 2 months ago
Choose the right form of verb: It is high time we (act) on the matter.
Created: 1 month ago
A
are acting
B
acted
C
have acted
D
could act
Complete Sentence: It is high time we acted on the matter.
এই বাক্যটি “It is high time we acted on the matter” নির্দেশ করে যে বিষয়টি অনুযায়ী কাজ করার উপযুক্ত সময় এসেছে। এখানে আমরা “It is high time” ব্যবহারের নিয়ম এবং এর প্রয়োগ স্পষ্টভাবে দেখতে পারি।
-
It is time / It is high time এর পর যদি subject আসে, তাহলে subject-এর পরের verb past form এ থাকবে।
-
উদাহরণ: বাক্যটির verb হলো acted।
-
-
It is time / It is high time এর পরে যদি subject না আসে এবং সরাসরি verb আসে, তাহলে ঐ verb-এর Infinitive form ব্যবহার করা হবে।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
0
Updated: 1 month ago