The synonym of “Retard” is -
A
Accelerate
B
Impede
C
Depart
D
Graceful
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – খ) Impede।
Impede একটি verb, যার অর্থ হলো বাধা দেওয়া। এটি কোনো কিছুর অগ্রগতি বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Retard (verb, transitive)
-
English Meaning: To make the development or progress of something slower
-
Bangla Meaning: দমন করা, প্রতিহত করা
-
-
Synonyms
-
Handicap (ধীর গতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা)
-
Delay (বিলম্ব ঘটানো)
-
Slow (ধীরগতির, মোটাবুদ্ধি, প্রতিবন্ধী)
-
Impede (বাধা দেওয়া)
-
Lessen (হ্রাস করা)
-
-
Antonyms
-
Accelerate (তরান্বিত করা)
-
Advance (অগ্রসর হওয়া)
-
Sharp (তীক্ষ্ণ; দ্রুত অগ্রগতি)
-
Hasten (দ্রুত এগিয়ে চলা)
-
Intelligent (বুদ্ধিমান)
-
-
Example Sentences
-
The progression of the disease can be retarded by early surgery.
-
The brain damage will retard the child's language development.
-
-
Other options
-
Depart (প্রস্থান করা)
-
Graceful (কমনীয়)
-
0
Updated: 1 month ago
'Imprudent' means-
Created: 1 month ago
A
Having or showing quickness of mind
B
Having or showing good judgment
C
Fast and typically superficial
D
Lacking discretion or wisdom
'Imprudent' মানে হলো: ঘ) Lacking discretion or wisdom
-
Imprudent (Adjective)
-
English Meaning: Not prudent; lacking discretion, wisdom, or good judgment.
-
Bangla Meaning: অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।
-
প্রদত্ত অপশনসমূহ:
-
ক) Having or showing quickness of mind (Intelligent) – সূক্ষ্মবুদ্ধি।
-
খ) Having or showing good judgment (Prudent) – বিচক্ষণ; দূরদর্শী।
-
গ) Fast and typically superficial (Hasty) – ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।
-
ঘ) Lacking discretion or wisdom (Imprudent) – অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।
0
Updated: 1 month ago
‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
Created: 1 month ago
A
infinitive
B
gerund
C
participle
D
verbal noun
I will not let you go. Here 'go' is - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, go verb-টি to-বিহীন infinitive form.
সুতরাং, সঠিক উত্তর infinitive.
0
Updated: 1 month ago
Masculine form of 'Spinster' -
Created: 2 months ago
A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
| Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা |
|---|---|---|
| Colt | Filly | অশ্বশাবক |
| Hart | Roe | পুরুষ হরিণ |
| Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
| Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
| Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
| Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী |
| Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস |
| Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ |
| Boar | Sow | শূকর / স্ত্রী শূকর |
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago