What is the closest meaning of the word “Obloquy”?
A
High praise
B
Secret admiration
C
Kind encouragement
D
Public criticism and disgrace
উত্তরের বিবরণ
Obloquy (noun) অর্থ হলো গণধিক্কার, সমালোচনা বা অপযশ যা সম্মান ও মর্যাদা কমায়।
-
ইংরেজি অর্থ:
-
Strong public criticism
-
Loss of respect and honour
-
-
বাংলা অর্থ: গণধিক্কার; নিন্দা; অপযশ
-
Synonyms: Insult (নিন্দা), Disgrace (সমালোচনা), Abuse (গালাগালি), Censure (তীর্যক মন্তব্য), Affront (অপমান করা)
-
Antonyms: Approval (অনুমোদন), Flattery (স্তাবকতা), Respect (সম্মান), Honor (সম্মান, মর্যাদা), Compliment (প্রশংসা)
-
উদাহরণ বাক্য:
-
It is a modern, sentimental fiction that always to ladle virtue over the working-class characters and obloquy over the rich ones.
-
I do not mean to suggest that these wide receivers are uniquely deserving of obloquy.
-
সঠিক অর্থ: Public criticism and disgrace
0
Updated: 1 month ago
What is the primary meaning of the word “occult”?
Created: 1 month ago
A
Based on literal interpretation
B
Completely real and explainable
C
Connected with magic and unexplained phenomena
D
Related to common scientific knowledge
Occult হলো এমন একটি শব্দ যা মহাকর্ষ, জাদু বা অজ্ঞাত ও রহস্যময় phenomena এর সঙ্গে সম্পর্কিত। এটি বোঝায় এমন বিষয় যা বিজ্ঞান বা যুক্তি দ্বারা সহজে ব্যাখ্যা করা যায় না।
-
Correct Answer: Connected with magic and unexplained phenomena
-
Bangla Meaning: গুপ্ত, গূঢ়; অজ্ঞাত বা রহস্যময়
-
English Meaning: Connected with magic powers and things that cannot be explained by reason or science; the occult (noun) refers to everything related to occult practices
-
Synonyms: Magical (জাদুকরী), Supernatural (অতিপ্রাকৃত), Mystic (অতিপ্রাকৃত, জাদু ইত্যাদি), Sorcerous (জাদুকরী), Witching (সম্মোহক)
-
Antonyms: Real (প্রকৃত), Known (জ্ঞাত), Open (বাস্তব, জ্ঞাত), Experienced (বাস্তব অভিজ্ঞ), Literal (আক্ষরিক বা প্রকৃত অর্থ)
-
Other Forms: Occultist (noun) – যারা occult বিষয় নিয়ে কাজ বা অধ্যয়ন করেন
-
Other Options:
-
Based on literal interpretation – Occult এর বিপরীত
-
Completely real and explainable – Occult এর বিপরীত
-
Related to common scientific knowledge – Occult সাধারণ বিজ্ঞান নয়, বরং রহস্যময় বা অতিপ্রাকৃত বিষয়
-
-
Example Sentence:
-
He’s interested in witchcraft and the occult.
-
She doesn't believe in the occult.
-
0
Updated: 1 month ago
"To be, or not to be: that is the question" - This line is an example of which literary term?
Created: 1 month ago
A
Metaphor
B
Soliloquy
C
Dialogue
D
Monologue
উক্তি “To be, or not to be: that is the question” হলো একটি Soliloquy-এর উদাহরণ। এটি Shakespeare-এর Hamlet নাটকের বিখ্যাত অংশ, যেখানে Hamlet তার মনের দ্বন্দ্ব প্রকাশ করেছে।
Soliloquy
-
যখন কোনো চরিত্র মঞ্চে নিজের মনের কথা জোরে বলে, তাকে Soliloquy বলা হয়।
-
সাধারণত চরিত্রটি একা থাকে, অথবা অন্য কেউ থাকলেও তারা নীরব থাকে।
-
এটি একটি dramatic technique, যার মাধ্যমে চরিত্রটি দর্শকদের সামনে নিজের চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করে।
-
বেশিরভাগ ক্ষেত্রে এটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বক্তৃতা আকারে হয়ে থাকে।
-
Soliloquy নাটকে character development এবং audience understanding বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 1 month ago
Absalom and Achitophel is written by -
Created: 2 months ago
A
Alexander Pope
B
John Dryden
C
Jonathan Swift
D
Samuel Johnson
Absalom and Achitophel হল একটি কবিতা, রচিত John Dryden দ্বারা।
Absalom and Achitophel
-
প্রকাশিত হয় 1681 সালে।
-
এটি একটি verse satire বা ব্যঙ্গাত্মক রূপক কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets-এ।
John Dryden
-
Restoration Period এর একজন বিশিষ্ট লেখক।
-
একাধারে English poet, dramatist, এবং literary critic।
উল্লেখযোগ্য রচনা
-
Absalom and Achitophel
-
Annus Mirabilis
-
Astraea Redux
-
The Essay of Dramatic Poesy
-
All for Love
0
Updated: 2 months ago