Which of the following is a synonym for "slake"?
A
Scorn
B
Quench
C
Vast
D
Extend
উত্তরের বিবরণ
Slake (verb, transitive) অর্থ হলো তৃষ্ণা বা কোনো আকাঙ্ক্ষা প্রশমিত করা।
-
ইংরেজি অর্থ:
-
To drink so that you no longer feel thirsty.
-
To satisfy a desire.
-
-
বাংলা অর্থ: (১) তৃষ্ণা, প্রতিহিংসা ইত্যাদি প্রশমন করা; (২) পানি যোগ করে চুনের রাসায়নিক প্রকৃতি পরিবর্তন করা।
-
Synonyms: Quench (তৃষ্ণা নিবারণ), Abate (প্রশমিত করা), Relieve (লঘু করা), Allay (উপশম করা), Alleviate (লাঘব করা)
-
Antonyms: Extend (বৃদ্ধি করা), Intensify (বাড়ানো), Raise (উন্নীত করা), Agitate (আন্দোলিত করা), Arouse (জাগিয়ে তোলা)
-
অন্যান্য বিকল্প:
-
Scorn → অবজ্ঞা করা; ঘৃণা করা
-
Vast → বিশাল; বিস্তৃত; বিপুল
-
-
উদাহরণ বাক্য:
-
They all took deep draughts of water to slake their thirst, unheeding the fact that it might not be suitable for drinking.
-
The cold water slaked his thirst.
-
সঠিক সমার্থক শব্দ: Quench
0
Updated: 1 month ago
Who is Cassio in Shakespeare’s play "Othello"?
Created: 2 months ago
A
Othello’s trusted lieutenant
B
Othello’s enemy
C
Iago’s servant
D
Desdemona’s brother
বাখ্যা:
-
Othello হলো William Shakespeare-এর রচিত বিখ্যাত ট্র্যাজেডি, যেখানে মূল সংঘাত দাঁড়ায় ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার ওপর।
-
নাটকে Cassio ছিলেন Othello’s trusted lieutenant (বিশ্বস্ত সেনাপতি), যাকে পদোন্নতি দেওয়ায় Iago ঈর্ষান্বিত হয়।
-
এই ঈর্ষা থেকেই Iago ষড়যন্ত্র শুরু করে এবং Othello-কে বোঝায় যে Desdemona ও Cassio-র মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।
-
ষড়যন্ত্রের ফলে Othello ভুল করে Desdemona-কে হত্যা করে এবং পরে সত্য জানার পর নিজেই আত্মহত্যা করে।
-
সুতরাং Cassio-ই ছিলেন Othello’s trusted lieutenant, তাই সঠিক উত্তর ক) Othello’s trusted lieutenant।
0
Updated: 2 months ago
William Blake was a -
Created: 1 month ago
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
William Blake was a - Romantic poet.
• William Blake:
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.
0
Updated: 1 month ago
A Farewell to Arms is a/an -
Created: 1 month ago
A
epic
B
novel
C
play
D
short story
A Farewell to Arms
-
Author: Ernest Hemingway
-
এটি তাঁর তৃতীয় novel।
-
প্রকাশিত: 1929
-
উপন্যাসে আত্মজৈবনিক অনেক উপাদান দেখা যায়। এখানে arms শব্দটি একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
-
পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধ (World War I)
Summary:
-
কেন্দ্রীয় চরিত্র: Americn Lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
যুদ্ধের ঘটনায় তাদের পরিচয় হয় ইটালিতে।
-
Catherine সদ্য বিধবা ছিলেন, এবং তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলে Catherine তার সেবা করে।
-
তারা একে অপরের আরো কাছাকাছি আসে এবং Catherine গর্ভবতী হয়।
-
Fredericকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধের পর ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে।
-
Frederic তাকে খুঁজে বের করে এবং তারা পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
-
Catherine বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায়।
উৎস:
Answer: novel
0
Updated: 1 month ago