Which of the following is not a synonym of “Slack”?
A
Dull
B
Bright
C
Sloppy
D
Sluggish
উত্তরের বিবরণ
Slack (adjective) অর্থ হলো অমনোযোগী, শিথিল বা ধীরগতির, কাজ বা কার্যকলাপে সক্রিয় না থাকা।
-
ইংরেজি অর্থ:
-
Not stretched tight.
-
(of business) Not having many customers or sales; not busy.
-
(disapproving) Not putting enough care, attention, or energy into something and so not doing it well enough.
-
-
বাংলা অর্থ:
১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব
২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা
৩) শিথিল; ঢিলা
৪) ধীরগতি; মন্থর; জোয়ারভাটার মাঝামাঝি সময় -
Synonyms: Sloppy (ঢিলেঢালা), Sluggish (ধীরগতির), Dull (নির্জীব), Flimsy (নগন্য), Slow (ধীর)
-
Antonyms: Active (সক্রিয়), Intelligent (বুদ্ধিমান), Lively (প্রাণবন্ত), Smart (চৌকষ), Bright (উজ্জল, প্রখর, বুদ্ধিমান)
-
অন্যান্য রূপ:
-
(Verb intransitive)
১) slack (off) → কাজে ঢিলা দেওয়া
২) slack up → গতি কমানো
৩) slack off/away → দড়ি ইত্যাদি ঢিলে/শিথিল/আলগা করা -
Slacker (noun) → অলস ব্যক্তি; ফাঁকিবাজ
-
Slackly (adverb)
-
Slackness (noun)
-
-
উদাহরণ বাক্য:
-
He's been very slack in his work lately.
-
He is being slack in maintaining discipline.
-
সঠিক বিপরীত অর্থ: Bright

0
Updated: 5 hours ago
Elegy is -
Created: 1 month ago
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 1 month ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 1 week ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-

0
Updated: 1 week ago
They were deprived ______ their rights.
Created: 1 week ago
A
with
B
by
C
of
D
from
Complete sentence: They were deprived of their rights.
Explanation:
-
The verb “deprive” is always followed by the preposition “of” when indicating what someone has been denied or prevented from having.
-
Structure: deprive + someone + of + something
Examples:
-
The child was deprived of love and care.
-
She was deprived of her inheritance.
-
Many citizens were deprived of basic education.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago