Which of the following is the correct synonym of "Plod"?
A
Slog
B
Race
C
Expire
D
Steady
উত্তরের বিবরণ
Plod (verb) অর্থ হলো ধীরে এবং ক্রমাগত, বিশেষত ক্লান্ত অবস্থায় পা টেনে হাঁটা বা কাজ করা।
-
ইংরেজি অর্থ: To walk slowly with heavy steps, especially because you are tired.
-
বাংলা অর্থ: শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা; নীরস কাজে অবিরাম লেগে থাকা; কাজের ঘানি টানা।
-
Synonyms: Lumber (থপথপিয়ে চলা), Tramp (মাড়ানো), Clump (পা টেনে টেনে হাঁটা), Slog (ধীরগতিতে হাঁটা), Tromp (পা টেনে টেনে হাঁটা)
-
Antonyms: Fly (উড়া), Race (দৌড়ানো), Rush (তাড়াহুড়া করা), Run (দৌড়ানো), Hurry (দ্রুতগতিতে হাঁটা)
-
অন্যান্য রূপ:
-
Plodder (noun) → যে ব্যক্তি মন্থর অথচ একনিষ্ঠভাবে চলে বা কাজ করে; নিত্যশ্রমী
-
Ploddingly (adverb) → ঠেলে ঠেলে, মন্থরগতিতে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Steady → দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
-
Expire → অবসান হওয়া; মারা যাওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
They plodded back up the hill again.
-
Mules plodded in a circle around a grindstone.
-
সঠিক সমার্থক শব্দ: Slog
0
Updated: 1 month ago
Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
Created: 1 month ago
A
1950
B
1955
C
1960
D
1965
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:
0
Updated: 1 month ago
Who was known as the "Poet of the Poets"?
Created: 2 months ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.
0
Updated: 2 months ago
London town is found a living being in the works of -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
W. Congreve
C
D. H. Lawrence
D
Charles Dickens
Charles Dickens তার উপন্যাসে লন্ডন শহরকে প্রায়ই একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। তার লেখায় শহরের রাস্তা, গলি, জনজীবন এবং পরিবেশ এমনভাবে বর্ণিত হয়েছে যেন শহরটি শ্বাস নিচ্ছে ও জীবন্ত।
উদাহরণ:
“It was one of those March days when the sun shines hot and the wind blows cold: when it is summer in the light, and winter in the shade.” — Great Expectations
Dickens-এর অন্যান্য উপন্যাস যেমন Bleak House, Oliver Twist, এবং David Copperfield-এও লন্ডনকে প্রাণবন্ত পরিবেশ হিসেবে দেখানো হয়েছে।
Charles Dickens (1812–1870)
-
জন্ম: 7 ফেব্রুয়ারি 1812, Portsmouth, Hampshire, England
-
Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বিশেষত দরিদ্র মানুষের সংগ্রাম ও সমাজের অন্যায় তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
ছদ্মনাম: Boz
-
জনপ্রিয় উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
-
Dickens-এর সাহিত্য লন্ডন শহরকে যেন প্রাণবন্ত করে তুলে ধরেছে এবং Victorian সমাজের বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর চিত্র ফুটিয়ে তুলেছে।
0
Updated: 2 months ago