Which of the following is the correct synonym of "Plod"?
A
Slog
B
Race
C
Expire
D
Steady
উত্তরের বিবরণ
Plod (verb) অর্থ হলো ধীরে এবং ক্রমাগত, বিশেষত ক্লান্ত অবস্থায় পা টেনে হাঁটা বা কাজ করা।
-
ইংরেজি অর্থ: To walk slowly with heavy steps, especially because you are tired.
-
বাংলা অর্থ: শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা; নীরস কাজে অবিরাম লেগে থাকা; কাজের ঘানি টানা।
-
Synonyms: Lumber (থপথপিয়ে চলা), Tramp (মাড়ানো), Clump (পা টেনে টেনে হাঁটা), Slog (ধীরগতিতে হাঁটা), Tromp (পা টেনে টেনে হাঁটা)
-
Antonyms: Fly (উড়া), Race (দৌড়ানো), Rush (তাড়াহুড়া করা), Run (দৌড়ানো), Hurry (দ্রুতগতিতে হাঁটা)
-
অন্যান্য রূপ:
-
Plodder (noun) → যে ব্যক্তি মন্থর অথচ একনিষ্ঠভাবে চলে বা কাজ করে; নিত্যশ্রমী
-
Ploddingly (adverb) → ঠেলে ঠেলে, মন্থরগতিতে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Steady → দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
-
Expire → অবসান হওয়া; মারা যাওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
They plodded back up the hill again.
-
Mules plodded in a circle around a grindstone.
-
সঠিক সমার্থক শব্দ: Slog

0
Updated: 5 hours ago
Choose the time frame of the Modern Period.
Created: 1 week ago
A
1901 - 1939
B
1901 - 1950
C
1801 - 1939
D
1901 - 1920
✦ The Modern Period (1901–1939)
Time Frame
-
1901 থেকে 1939 পর্যন্ত সময়কাল।
-
শুরু: 1901, Queen Victoria এর মৃত্যু দিয়ে।
-
সমাপ্তি: 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সূচনায়।
Characteristics
-
Modernism হলো কেবল সাহিত্যিক ঘটনা নয়; এটি অনেক ধরনের European art forms-কে অন্তর্ভুক্ত করে, বিশেষ করে ইংল্যান্ডে।
Sub-Periods
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
✦ English Literature Periods and Their Sub-Ages
-
The Old English Period (450–1066)
-
The Middle English Period (1066–1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603)
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) The Restoration Period (1660–1700)
-
ii) The Augustan Period (1700–1745)
-
iii) The Age of Sensibility (1745–1785/1798)
-
-
The Romantic Period (1798–1832)
-
The Victorian Period (1832–1901)
-
i) The Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
Sub-Periods:
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
-
-
Significance: One of the most important literary periods in English literature.
-
-
The Post-Modern Period (1939–present)

0
Updated: 1 week ago
Who wrote The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 1 month ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 3 weeks ago