A
সাইবেরিয়া
B
ভ্লাদিভস্টক
C
খায়বারভস্ক
D
বোখারা
উত্তরের বিবরণ
ভ্লাদিভস্টক
- ভ্লাদিভস্টক রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হলো।
- এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং নৌঘাটি।
- ১৮৬০ সালে দ্বিতীয় আফিম যুদ্ধের সময় রাশিয়া শহরটি চীনের নিকট থেকে দখল করে নেয়।
- ১৮৭২ সালে প্রশান্ত মহাসাগরের প্রধান রাশিয়ান নৌ ঘাঁটিটি সেখানে স্থানান্তরিত হয় এবং তারপরে ভ্লাদিভোস্টক বৃদ্ধি পেতে শুরু করে।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ভ্লাদিভোস্টক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় প্রেরিত সামরিক সরবরাহ এবং রেল সরঞ্জামের জন্য প্রধান প্রশান্ত মহাসাগরীয় প্রবেশ বন্দর।
- ভ্লাদিভোস্টক রাশিয়ান দূরপ্রাচ্যের প্রধান শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র।
⇒ রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ।
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
উৎস: Britannica.

0
Updated: 4 weeks ago