“বানরের গলায় মুক্তোর মালা পড়ানো” is best represented by which English proverb?
A
Cast pearls before swine.
B
Charity begins at home.
C
Bright gem in a dark cave.
D
Cleanliness is next to godliness.
উত্তরের বিবরণ
Cast pearls before swine একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো মূল্যবান কিছু এমন মানুষের কাছে দেওয়া যারা তা বোঝে বা মূল্যায়ন করতে পারে না।
-
বাংলা অর্থ: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো / উলু বনে মুক্তা ছড়ানো।
-
অর্থ: কাউকে এমন কিছু দেওয়া যা তার মূল্য বা গুরুত্ব বোঝার ক্ষমতার বাইরে।
-
অন্যান্য বিকল্প:
-
খ) Charity begins at home → পরিবারকে সাহায্যকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ।
-
গ) Bright gem in a dark cave → লুকানো প্রতিভা বোঝায়।
-
ঘ) Cleanliness is next to godliness → পরিচ্ছন্নতা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
-
0
Updated: 1 month ago
The story of 'Moby Dick' centers on—
Created: 1 month ago
A
a mermaid
B
a whale
C
a crocodile
D
a shark
Herman Melville was a prominent American novelist, short-story writer, and poet, best known for his profound contributions to American literature.
His works often explore themes of obsession, human struggle, and the complexity of the human condition.
-
Moby Dick is a novel by Herman Melville, first published in London in October 1851 under the title The Whale, and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
-
The novel is dedicated to Nathaniel Hawthorne and is widely regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
-
The story revolves around the hunt for a giant whale, depicting the relentless pursuit of Ahab and the symbolic struggle between man and nature.
-
Main characters include Ishmael (the narrator), Ahab (the ship’s captain), Queequeg, and Starbuck among others.
Some of Herman Melville’s other famous novels are:
-
White Jacket
-
Bartleby, the Scrivener
0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
Which of the following best explains the term “Catharsis”?
Created: 1 month ago
A
Purification of emotions through pity and fear
B
Logical arrangement of events in a tragedy
C
Use of rhyme and rhythm in poetry
D
Combination of comic and tragic elements
Catharsis হলো Aristotle-এর Poetics-এ ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ধারণা। তিনি বলেন, Tragedy দর্শকের মনে pity (করুণা) এবং fear (ভয়) জাগিয়ে তোলে, এবং এর মাধ্যমে আবেগের শুদ্ধি বা মুক্তি ঘটে— একেই Catharsis বলা হয়। Sophocles-এর Oedipus Rex-এ Oedipus-এর পতন দর্শককে করুণায় ভরিয়ে দেয়, আবার নিজের ভাগ্যের ভয় দেখায়। Shakespeare-এর Hamlet বা Macbeth-এও দর্শক একই অভিজ্ঞতা লাভ করে। Catharsis দর্শকের মানসিক ভারমুক্তি আনে এবং নাটক দেখার অভিজ্ঞতাকে গভীর করে। এটি Tragedy-এর একটি মৌলিক উদ্দেশ্য।
0
Updated: 1 month ago