Correct sentence: Open at page 30.
ব্যাখ্যা:
-
কোনো বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা নির্দেশ করতে ‘Open at page’ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: Open at page 30
অন্যভাবে ব্যবহার:
-
Open to মানে উন্মুক্ত বা গ্রহণযোগ্য।
-
উদাহরণ: His plan is open to objection.
Which idiom describes "feeling uncomfortable in a situation"?
A
A man of parts
B
A fool's paradise
C
A fish out of water
D
A hard nut to crack
উত্তরের বিবরণ
A fish out of water একটি idiom যার অর্থ হলো কেউ কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছে।
ইংরেজি অর্থ: someone who is uncomfortable in a specific situation.
বাংলা অর্থ: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
অন্যান্য বিকল্প:
ক) A man of parts → বহু বিষয়ে দক্ষ ব্যক্তি।
খ) A fool's paradise → অজ্ঞতা বা ভ্রান্তিতে সুখী থাকা।
ঘ) A hard nut to crack → কঠিন সমস্যা বা প্রতিদ্বন্দ্বী।
উদাহরণ বাক্য: I felt like a fish out of water at my new school.
বাংলায়: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Open with page 30.
B
Open at page 30.
C
Open for page 30.
D
Open by page 30.
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
Objective pronouns: me, him, her, us, you
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
সাধারণত 231 নিয়মে:
প্রথমে second person (you)
তারপর third person (him/her/them)
শেষে first person (me/I)
বিকল্প নিয়ম: 23, 21, 31
Examples:
Let you, him, and me join the team. ✅
Let him and me handle the task. ✅
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
"Barabas" and "Abigail" are characters in which famous play?
Created: 1 month ago
A
The Jew of Malta
B
Doctor Faustus
C
The Duchess of Malfi
D
Volpone
উত্তর হবে The Jew of Malta, যেখানে চরিত্র Barabas এবং Abigail দেখা যায়।
The Jew of Malta
এটি ৫ অঙ্কের একটি Tragedy, যা Blank Verse-এ রচিত Revenge Tragedy।
প্রথম প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
ধারণা করা হয়, Shakespeare এ নাটকটি পড়ে তাঁর The Merchant of Venice রচনা করেছেন।
সারসংক্ষেপ
নাটকটি মূলত ইহুদি ধনাধ্যায়ী Barabas-এর প্রতিশোধের কাহিনি।
মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের দাবিকৃত শুল্ক আদায়ের জন্য মাল্টার ইহুদি ব্যক্তিদের সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
Barabas প্রতিবাদ করলেও তার সম্পদ পুরোপুরি জব্দ হয়ে যায়।
প্রতিশোধ নিতে Barabas শত্রুদের ধ্বংসের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হন এবং সেই মৃত্যু ভোগ করেন যা তিনি শত্রুদের জন্য পরিকল্পনা করেছিলেন।
প্রধান চরিত্রসমূহ
Barabas (প্রধান চরিত্র)
Abigail
Ithamore
Machevill
Katherine ইত্যাদি
Christopher Marlowe
তিনি Elizabethan Period-এর একজন কবি এবং নাট্যকার।
পরিচিতি: “Father of English Tragedy” এবং University Wit।
উল্লেখযোগ্য রচনাসমূহ
Doctor Faustus
The Jew of Malta
Tamburlaine the Great
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago